এক্সপ্লোর
IPL Records: আইপিএলের ইতিহাসে এক দলের হয়ে সর্বাধিক উইকেট নিয়েছেন কোন বোলার?
Jasprit Bumrah: নবতম বোলার হিসাবে আইপিএলে ১৫০ উইকেট নেওয়া বোলারদের তালিকায় যুক্ত হয়েছেন বুমরা।

এক দশকেরও অধিক সময় ধরে কেকেআরের হয়ে আইপিএলে খেলছেন নারাইন (ছবি: পিটিআই)
1/8

আইপিএলের ১৫০তম উইকেট ক্লাবের নবতম সংযোজন হলেন যশপ্রীত বুমরা। রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেই এই গণ্ডি স্পর্শ করেন বুমরা।
2/8

বুমরা আইপিএলে কেবল মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এতদিন পর্যন্ত প্রতিনিধিত্ব করেছেন। তাঁদের হয়েই এসেছে তাঁর সব উইকেট।
3/8

আইপিএল তথা ভারতের সর্বকালের সেরা সাদা বলের বোলারদের কথা উঠলে ভুবনেশ্বর কুমারের নামও আসবে।
4/8

ভুবি সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে এখনও অবধি মোট ১৪৭ টি উইকেট নিয়েছেন।
5/8

আইপিএলের আরেকজন ওয়ান টিম ম্যান হলেন সুনীল নারাইন।
6/8

কেকেআরের জার্সিতে এক দশকেরও অধিক সময় ধরে খেলেছেন নারাইন। ওয়েস্ট ইন্ডিয়ান তারকা নাইটদের হয়ে আইপিএলে ১৬৬টি উইকেট নিয়ে ফেলেছেন।
7/8

নারাইনের থেকে খানিক এগিযে তালিকায় শীর্ষে শ্রীলঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গা।
8/8

তিনি কেবল মুম্বইয়ের হয়েই আইপিএল খেলছেন। নিয়েছেন ১৭০টি উইকেট।
Published at : 08 Apr 2024 09:23 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
