এক্সপ্লোর
Sanjiv Goenka On Dhoni: ধোনির নেতৃত্ব কেড়ে নিয়েছিলেন, এখন ক্যাপ্টেন কুলকে সর্বকালের সেরা বলছেন এই IPL দলের মালিক!
IPL 2025: ২০১৭ সালে ধোনিকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছিল পুণে। অধিনায়ক করা হয়েছিল অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথকে। পরে ধোনি চেন্নাইয়ের অধিনায়ক হিসাবে ফিরে আরও ৩ বার আইপিএল চ্যাম্পিয়ন হন।

ধোনিকে নিয়ে কী বললেন সঞ্জীব গোয়েঙ্কা? - পিটিআই
1/11

তাঁর নেতৃত্ব দেওয়ার দক্ষতা, ধরন বারবার গোটা ক্রিকেট বিশ্বকে মুগ্ধ করেছে। চাপের মুখে বরফশীতল মস্তিষ্কের জন্য যাঁর নামই দেওয়া হয়েছে 'ক্যাপ্টেন কুল'।
2/11

অধিনায়ক হিসাবে মহেন্দ্র সিংহ ধোনির রেকর্ডও ঈর্ষণীয়। জাতীয় দলের অধিনায়ক হিসাবে জিতেছেন ওয়ান ডে বিশ্বকাপ, টি-২০ বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি। টেস্টেও তাঁর নেতৃত্বে বিশ্বের এক নম্বর দল হয়েছিল ভারত।
3/11

আইপিএলেও চোখধাঁধানো সাফল্য ক্যাপ্টেন কুলের। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসাবে জিতেছেন রেকর্ড সংখ্যক পাঁচটি আইপিএল ট্রফি।
4/11

এবার অধিনায়ক ধোনিকে নিয়ে নিজের মুগ্ধতার কথা শোনালেন সঞ্জীব গোয়েঙ্কা। যিনি আইপিএলের দল লখনউ সুপার জায়ান্টসের মালিকও।
5/11

এক সাক্ষাৎকারে গোয়েঙ্কা বলেছেন, 'ধোনি অধিনায়ক হিসাবে এমনি এমনি গোট (গ্রেটেস্ট অফ অল টাইম) হয়নি। যে কোনও ক্রিকেটারের কাছ থেকে সেরাটা বার করে আনতে পারে।'
6/11

গোয়েঙ্কা এ ব্যাপারে শ্রীলঙ্কার ক্রিকেটার মাথিশা পাথিরানার উদাহরণ দিয়েছেন। বলেছেন, 'মাথিশা পাথিরানাকে তুলে এনে ধোনি সফল বোলার বানিয়ে দিয়েছে। এখানেই ধোনির কৃতিত্ব।'
7/11

যদিও ধোনি-ভক্তদের অনেকেই সোশ্যাল মিডিয়ায় গোয়েঙ্কাকে দু-চার কথা শুনিয়ে দিতে ছাড়েননি। আইপিএলের ইতিহাসে টিম মালিক গোয়েঙ্কা ও অধিনায়ক ধোনির সম্পর্ক যে মধুর ছিল না, সেই প্রসঙ্গও টেনে এনেছেন তাঁরা।
8/11

মনে করিয়ে দেওয়া যাক, আইপিএলে স্পট ফিক্সিং কাণ্ডে ভারতীয় ক্রিকেট তখন তোলপাড়। চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসকে ২ বছরের জন্য নির্বাসিত করা হয়।
9/11

সেই সময় আইপিএলে নতুন ২ দলকে অন্তর্ভুক্ত করা হয়। গুজরাত লায়ন্স ও রাইজিং পুণে সুপারজায়ান্টস। ২০১৬ ও ২০১৭ সালের আইপিএলে খেলে এই দুই দল।
10/11

রাইজিং পুণে সুপারজায়ান্টস দলের মালিক ছিলেন গোয়েঙ্কা। ২০১৬ সালে ধোনির নেতৃত্বেই টুর্নামেন্টে খেলে তারা।
11/11

তবে ২০১৭ সালে ধোনিকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছিল পুণে। অধিনায়ক করা হয়েছিল অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথকে। পরে ধোনি চেন্নাইয়ের অধিনায়ক হিসাবে ফিরে আরও ৩ বার আইপিএল চ্যাম্পিয়ন হন। এখন গোয়েঙ্কার মন্তব্য শুনে অনেকের প্রশ্ন, ক্যাপ্টেন কুলকে অসম্মান করার পর এখন কি ভাবমূর্তি ঠিক করতে এমন কথা বলছেন শিল্পপতি? ছবি - পিটিআই
Published at : 17 Jan 2025 04:48 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
