এক্সপ্লোর
Manu Bhaker: পছন্দ ঘোড়সওয়ারি, শিখছেন ভরতনাট্যম, অবসরে কী কী করে সময় কাটান মনু ভাকের?
Manu Bhaker Hobbies: নিজের সেরাটা দিতে অন্তত আট ঘণ্টার ঘুম প্রয়োজন তাঁর বলে জানান মনু। সময়ের অভাবে এতদিন তাই নিজের পছন্দের অনেককিছুই করতে পারছিলেন না তিনি।

নিজের পছন্দ, অপছন্দ প্রসঙ্গে অকপট মনু (ছবি: মনু ভাকেরের ইনস্টাগ্রাম)
1/8

প্যারিস অলিম্পিক্সে ভারতকে জোড়া পদক এনে দিয়েছেন মনু ভাকের। প্রথম ভারতীয় হিসাবে এক অলিম্পিক্সে জোড়া পদক জিতে ইতিহাস গড়েছেন তিনি।
2/8

অনুশীলনের পাশাপাশি নিজের সেরাটা দিতে অন্তত আট ঘণ্টার ঘুম প্রয়োজন তাঁর বলে জানান মনু। সময়ের অভাবে এতদিন অনেককিছুই করতে পারছিলেন না তিনি। তবে এখন সময় রয়েছে।
3/8

নিছক ভাললাগা থেকে শুরু করে অলিম্পিক্সে পদক জয়। মনু শ্যুটিংয়ের সফরটা কিন্তু স্বপ্নের মতোই।
4/8

এছাড়াও তিনি ভরতনাট্যম শিখছেন এবং নাচ শেখা চালিয়ে যেতে তিনি আগ্রহী। ছবি-মনুর ইনস্টাগ্রাম
5/8

মনু ভাকের জানান মার্শাল আর্টের প্রতি আগ্রহ রয়েছে। মাঝে সময়ের অভাবে অনুশীলন করতে পারছিলেন না তিনি।
6/8

অবসর সময়ে তাঁর বেশ কয়েকটি জিনিস পছন্দের। বেশ কয়েকটি হবি রয়েছে যেগুলি তিনি এখন করতে চান বলে জানান মনু।
7/8

তারকা শ্যুটার যে হবিগুলির কথা বলেন, তার মধ্যে প্রথমেই আসে ঘোড়সওয়ারি। ঘোড়সওয়ারি তাঁর ভীষণই পছন্দের বলে জানান মনু। এর পাশাপাশি তিনি স্কেটিংও করতে পারেন বলে জানান।
8/8

মনু আরও জানান তাঁর কসরত করতে ভাল লাগে। সময় পেলেই নিজেকে ফিট রাখতে তাই তিনি কসরত করেন। শরীরচর্চা তাঁর পছন্দের।
Published at : 20 Aug 2024 06:04 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
