এক্সপ্লোর
EB vs OFC: প্রথমার্ধের জোড়া গোলে এগিয়ে থেকেও ওড়িশার দ্বিতীয়ার্ধের ঝড়ে মুখ থুবড়ে পড়ল ইস্টবেঙ্গল
East Bengal: সেম্বোই ও জেরির গোলে প্রথমার্ধে এগিয়ে থাকলেও শেষমেশ ৪-২ গোলে পরাজিত হয়েই মাঠ ছাড়তে হল ইস্টবেঙ্গলকে।
ওড়িশার বিরুদ্ধে হারল ইস্টবেঙ্গল (ছবি: আইএসএল ট্যুইটার)
1/8

ওড়িশার বিরুদ্ধে ম্যাচের শুরুটা ইস্টবেঙ্গলই বেশি ভালভাবে। গত ম্যাচের আত্মবিশ্বাস তো ছিলই, তা খেলায়ও চোখে পড়ছিল। সেম্বোই হাওকিপ ২৩ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন।
2/8

প্রথমার্ধ শেষ হওয়ার আগেই আরও ভাল জায়গায় পৌঁছে যায় লাল হলুদ। মহেশ নাওরেম ৩৫ মিনিটে লাল হলুদের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন।
Published at : 19 Nov 2022 01:35 AM (IST)
আরও দেখুন






















