এক্সপ্লোর
Paris Paralympics 2024: প্যারিস প্যারালিম্পিক্সে পদক জয়ের অন্যতম দাবিদার এই ১০ অ্যাথলিট
Paris Paralympics: এশিয়ান প্যারা গেমসে ব্যক্তিগত কম্পাউন্ড ওপেনে সোনা জিতেছিলেন। দলগত বিভাগেও সোনা জিতেছিলন। প্য়ারিসও নজর থাকবে শীতল দেবীর দিকে।

অবণী লেখারা (ছবি ইনস্টাগ্রাম)
1/10

তালিকায় সবার ওপরে থাকবেন অবনী লেখারা। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে অংশ নেবেন এই তরুণী। টোকিওতে প্রথম প্যারালিম্পিয়ান ভারতীয় অ্যাথলিট হিসেবে সোনা জিতেছিলেন অবণী।
2/10

টোকিও প্যারালিম্পিক্স ও এশিয়ান গেমসে ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন হরভিন্দার সিংহ। প্যারিসও ব্যক্তিগত ও মিক্সড টিম ইভেন্টে খেলতে দেখা যাবে হরবিন্দারকে।
3/10

টোকিওতে পুরুষদের ব্যাডমিন্টনে SH6 ইভেন্টে সোনা জিতেছিলেন কৃষ্ণ নাগার। প্যারিসও পদক জয়ের অন্যতম দাবিদার কৃষ্ণ।
4/10

সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন মানসী জোশীর দিকেও নজর থাকবে। প্যারিসে প্যারালিম্পিক্সেও পদকে জয়ের অন্যতম দাবিদার মানসী।
5/10

২০২২ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্যাডমিন্টনে ব্রোঞ্জ জিতেছিলেন মনদীপ কৌর। প্যারালিম্পিক্সেও পদক জয়ের দাবিদার এই তরুণী।
6/10

কিছুদিন আগে হওয়া শ্যুটিং বিশ্বকাপে সোনা জিতেছেন মোনা আগরওয়াল৫০ মি। ১০ মিটার এয়ার রাইফেল SH1 ক্যাটাগরিতে দেখা যাবে এই তরুণীকে।
7/10

৫০ মিটার পিস্তল SH1 ইভেন্টে টোকিওতে সোনা জিতেছিলেন। প্যারিস প্যারালিম্পিক্সেও সোনা জয়ের অন্যতম দাবিদার মণীশ।
8/10

এশিয়ান প্যারা গেমসে ব্যক্তিগত কম্পাউন্ড ওপেনে সোনা জিতেছিলেন। দলগত বিভাগেও সোনা জিতেছিলন। প্য়ারিসও নজর থাকবে শীতল দেবীর দিকে।
9/10

দুবারের বিশ্বচ্যাম্পিয়ন। টোকিও প্যারালিম্পিক্সে সোনা জিতেছিলেন সুমিত আন্টিল। প্যারিসও কি সোনা আনতে পারবেন?
10/10

এশিয়ান প্যারা গেমসে ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টে সোনা জিতেছিলেন। প্যারিসে এই ইভেন্টের সঙ্গে ১০০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে অংশ নেবেন সুয়াশ যাদব।
Published at : 25 Aug 2024 06:22 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
