এক্সপ্লোর
Rohan Bopanna Retirement: জয় দিয়েই ২১ বছরের ডেভিস কাপ কেরিয়ার শেষ করলেন বোপান্না
Davis Cup: মরক্কোকে টাইতে ৪-১ স্কোরলাইনে হারায় ভারতীয় টেনিস দল।
শেষ ডেভিস কাপ ম্যাচের পর উচ্ছ্বসিত বোপান্না (ছবি: এআইটিএ এক্স)
1/8

আগেই ঘোষণা করেছিলেন রবিবারে ম্যাচই ডেভিস কাপে তাঁর শেষ ম্যাচ হতে চলেছে।
2/8

সেইমতো রবিবারেই শেষ হল রোহন বোপান্নার ডেভিস কাপ কেরিয়ার।
3/8

নিজের শেষ ডেভিস কাপ ম্যাচে য়ুকি ভামব্রিকে সঙ্গে নিয়ে মরক্কোর এলিয়ট বেনচেট্রিট ও ইউনেস লালামি লারুউসির মুখোমুখি হয়েছিলেন বোপান্না।
4/8

৬-২, ৬-১ স্কোরলাইনে স্ট্রেট সেটে জয় পেলেন বোপান্না-ভামব্রি জুটি।
5/8

ম্যাচের পর উপস্থিত সমস্ত দর্শকদের অভিবাদন গ্রহণ করেন বোপান্না।
6/8

তাঁর পিঠে ছিল জাতীয় পতাকা। স্বভাবতই ম্যাচ জিতে বিদায় জানানোয় বেশ খুশিই দেখায় বোপান্নাকে।
7/8

সুমিত নাগাল সিঙ্গেলসে ইয়াসিনকেও স্ট্রেট গেমে পরাজিত করেন। সেই ম্যাচের স্কোর ৬-৩, ৬-৩।
8/8

প্রথম ম্যাচ হারলেও ৪-১ টাই জিতে নেয় ভারত। পরের বছর জানুয়ারিতে বিশ্ব গ্রুপ ১ প্লে-অফে খেলবে ভারতীয় ডেভিস কাপ দল।
Published at : 18 Sep 2023 08:36 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















