এক্সপ্লোর
Indian Cricketer From Bengal: বাংলার হয়ে খেলে জাতীয় দলে অভিষেক, মুকেশের আগে আর কে কে রয়েছেন?
Indian Cricketer From Bengal update: শুরু করেছিলেন পঙ্কজ রায়। এরপর থেকে দেশের জার্সিতে খেলেছেন অনেক বাংলার ক্রিকেটার। তবে এই তালিকায় রাখা হল সেরা ৮ জনকে।
![Indian Cricketer From Bengal update: শুরু করেছিলেন পঙ্কজ রায়। এরপর থেকে দেশের জার্সিতে খেলেছেন অনেক বাংলার ক্রিকেটার। তবে এই তালিকায় রাখা হল সেরা ৮ জনকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/04/ac0d0007363f5ae2d3d708023b8bf3311691112317746206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তালিকায় রয়েছেন পঙ্কজ রায়, ঝুলন গোস্বামীও (ছবি সোশ্যাল মিডিয়া)
1/8
![তালিকায় সবার আগে থাকবেন প্রয়াত পঙ্কজ রায়। তাঁর ছেলেও প্রাক্তন বাংলার ক্রিকেটার প্রণব রায়ও দেশের জার্সিতে খেলেছেন। পঙ্কজ রায় ১৯৫১-১৯৬০ পর্যন্ত দেশের জার্সিতে ৪৩টি টেস্ট খেলেছেন। কিংবদন্তি ওপেনার ছিলেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/03/a58542573020990372150c6e221e178296b8c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তালিকায় সবার আগে থাকবেন প্রয়াত পঙ্কজ রায়। তাঁর ছেলেও প্রাক্তন বাংলার ক্রিকেটার প্রণব রায়ও দেশের জার্সিতে খেলেছেন। পঙ্কজ রায় ১৯৫১-১৯৬০ পর্যন্ত দেশের জার্সিতে ৪৩টি টেস্ট খেলেছেন। কিংবদন্তি ওপেনার ছিলেন তিনি।
2/8
![দ্বিতীয় স্থানে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দেশের জর্সিতে ১১৩ টেস্ট ও ৩১১ ওয়ান ডে খেলেছেন তিনি। ভারতের অন্যতম সফল অধিনায়ক সৌরভ। ১৯৯৬ তে অভিষেক টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন লর্ডসে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/03/52a325ccb429b9345dcdac9510eec13ae4955.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দ্বিতীয় স্থানে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দেশের জর্সিতে ১১৩ টেস্ট ও ৩১১ ওয়ান ডে খেলেছেন তিনি। ভারতের অন্যতম সফল অধিনায়ক সৌরভ। ১৯৯৬ তে অভিষেক টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন লর্ডসে।
3/8
![বাংলার জার্সিতে খেলেছেন অশোক দিন্ডাও। ২০১০ সালে অভিষেকের পর থেকে দেশের জার্সিতে ১৩টি ওয়ান ডে ও ৯টি টি-টোয়েন্টি খেলেছেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/03/e7e907d9ca4b1412a97c38663d93a1b8d0a50.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বাংলার জার্সিতে খেলেছেন অশোক দিন্ডাও। ২০১০ সালে অভিষেকের পর থেকে দেশের জার্সিতে ১৩টি ওয়ান ডে ও ৯টি টি-টোয়েন্টি খেলেছেন।
4/8
![বাংলার মহিলা ক্রিকেট দলের দীর্ঘদিনের সদস্য ঝুলন গোস্বামী পরবর্তীতে দেশের জার্সিতেও নিজের নাম করেছিলেন। ওয়ান ডে ফর্ম্যাটে মহিলা ক্রিকেটে সর্বাধিক উইকেটের মালকিন। ঝুলন ২০০২ সালে অভিষেকের পর থেকে দেশের জার্সিতে ১০টি টেস্টে, ১৮২টি ওয়ান ডে ও ৬৮টি টি-টোয়েন্টি খেলেছিলেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/03/fb871760240405af0943188a4dd63d18ec4e2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বাংলার মহিলা ক্রিকেট দলের দীর্ঘদিনের সদস্য ঝুলন গোস্বামী পরবর্তীতে দেশের জার্সিতেও নিজের নাম করেছিলেন। ওয়ান ডে ফর্ম্যাটে মহিলা ক্রিকেটে সর্বাধিক উইকেটের মালকিন। ঝুলন ২০০২ সালে অভিষেকের পর থেকে দেশের জার্সিতে ১০টি টেস্টে, ১৮২টি ওয়ান ডে ও ৬৮টি টি-টোয়েন্টি খেলেছিলেন।
5/8
![বাংলার মনোজ তিওয়ারি রয়েছেন তালিকায়। ২০০৮ সালে অভিষেকের পর থেকে ১২টি ওয়ান ডে ও ৩টি টি-টোয়েন্টি খেলেছেন। গতকালই অবসর ঘোষণা করেন মনোজ। আন্তর্জাতিক ক্রিকেটে একটি শতরানও রয়েছে তাঁর।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/03/3d7454c4c4902fffa054edd8dbdbfa3333ad1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বাংলার মনোজ তিওয়ারি রয়েছেন তালিকায়। ২০০৮ সালে অভিষেকের পর থেকে ১২টি ওয়ান ডে ও ৩টি টি-টোয়েন্টি খেলেছেন। গতকালই অবসর ঘোষণা করেন মনোজ। আন্তর্জাতিক ক্রিকেটে একটি শতরানও রয়েছে তাঁর।
6/8
![২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বাংলার ঋদ্ধিমান সাহার। শিলিগুড়ির ছেলে ঋদ্ধি ৩৮টি টেস্ট, ৯টি ওয়ান ডে ও ৫টি টি-টোয়েন্টি খেলেছেন দেশের হয়ে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/03/329a8c4041e2b08d9e919e4d8187a4648ce81.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বাংলার ঋদ্ধিমান সাহার। শিলিগুড়ির ছেলে ঋদ্ধি ৩৮টি টেস্ট, ৯টি ওয়ান ডে ও ৫টি টি-টোয়েন্টি খেলেছেন দেশের হয়ে।
7/8
![বাংলার তারকা পেসার মহম্মদ শামি এখন দেশের অন্য়তম সেরা পেসার। ২০১৩ সালে অভিষেকের পর থেকে ৬৪টি টেস্ট, ৯০ ওয়ান ডে ও ২৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। চেতন চৌহানের পর দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিকও করেছেন শামি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/03/21187d0e0a115fc147799525c2e5c623a7f8d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বাংলার তারকা পেসার মহম্মদ শামি এখন দেশের অন্য়তম সেরা পেসার। ২০১৩ সালে অভিষেকের পর থেকে ৬৪টি টেস্ট, ৯০ ওয়ান ডে ও ২৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। চেতন চৌহানের পর দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিকও করেছেন শামি।
8/8
![তালিকায় নবতম সংযোজন মুকেশ কুমার। বিহারে জন্ম হলেও বাংলার জার্সিতেই ঘরোয়া ক্রিকেট খেলা মুকেশ চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরেই টেস্ট, ওয়ান ডে ও টি-টােয়েন্টিতে জাতীয় দলের জার্সিতে অভিষেক ঘটান।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/03/0e54ae944a6b2acb722dffb385f95c132632b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তালিকায় নবতম সংযোজন মুকেশ কুমার। বিহারে জন্ম হলেও বাংলার জার্সিতেই ঘরোয়া ক্রিকেট খেলা মুকেশ চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরেই টেস্ট, ওয়ান ডে ও টি-টােয়েন্টিতে জাতীয় দলের জার্সিতে অভিষেক ঘটান।
Published at : 04 Aug 2023 06:57 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)