এক্সপ্লোর
প্রথম সারির নায়িকা-বৃত্তের দূর-দূরান্তেও নেই, ম্যাড়ম্যাড়ে কেরিয়ার, চিনুন রিয়া চক্রবর্তীকে
1/9

২০১৮-তে বাংলা ছবি প্রাক্তনের রিমেক হয় হিন্দিতে। জলেবি নামের ছবিতে অভিনয় করেন রিয়া। কতটা সাফল্য পায় ছবিটি - তা কারও অজানা নয়। চলতি বছরের এপ্রিলে মিস্ট্রি থ্রিলার 'চেহরে'-র মুক্তি পাওয়ার কথা ছিল।
2/9

২০১৭-তে মুক্তি পায় ‘দোবারা - সি ইওর এভিল’। যদিও সেভাবে ব্যবসা করতে পারেনি ছবিটি। ওই বছর ১৯ মে মুক্তি পায় অর্জুন ও শ্রদ্ধা কপূর অভিনীত হাফ গার্লফ্রেন্ড। ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন রিয়া। এরপর ১৬ জুন যশরাজ ফিল্মসের ব্যানারে মুক্তি পায় ‘ব্যাঙ্ক চোর’। রীতেশ দেশমুখের বিপরীতে অভিনয় করেন রিয়া। বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি এই ছবিটিও।
Published at :
আরও দেখুন






















