এক্সপ্লোর
প্রথম সারির নায়িকা-বৃত্তের দূর-দূরান্তেও নেই, ম্যাড়ম্যাড়ে কেরিয়ার, চিনুন রিয়া চক্রবর্তীকে

1/9

২০১৮-তে বাংলা ছবি প্রাক্তনের রিমেক হয় হিন্দিতে। জলেবি নামের ছবিতে অভিনয় করেন রিয়া। কতটা সাফল্য পায় ছবিটি - তা কারও অজানা নয়। চলতি বছরের এপ্রিলে মিস্ট্রি থ্রিলার 'চেহরে'-র মুক্তি পাওয়ার কথা ছিল।
2/9

২০১৭-তে মুক্তি পায় ‘দোবারা - সি ইওর এভিল’। যদিও সেভাবে ব্যবসা করতে পারেনি ছবিটি। ওই বছর ১৯ মে মুক্তি পায় অর্জুন ও শ্রদ্ধা কপূর অভিনীত হাফ গার্লফ্রেন্ড। ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন রিয়া। এরপর ১৬ জুন যশরাজ ফিল্মসের ব্যানারে মুক্তি পায় ‘ব্যাঙ্ক চোর’। রীতেশ দেশমুখের বিপরীতে অভিনয় করেন রিয়া। বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি এই ছবিটিও।
3/9

২০১৪-তে সিপ্পি প্রোডাকশনের ব্যানারে মুক্তি পায় রিয়ার দ্বিতীয় ছবি সোনালি কেবল। এরপর প্রায় ৩ বছর রিয়ার হাতে তেমন কোনও কাজই ছিল না।
4/9

২০১২-তে তেলুগু ছবি টুনিগা টুনিগা-তে তাঁর ফিল্ম জগতে প্রবেশ। ২০১৩-তে বলিউডে ডেবিউ। তাও আবার ইয়শ-রাজ ঘরানায়।
5/9

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত যত এগিয়েছে, ততই ফোকাসে এসেছেন রিয়া চক্রবর্তী! প্রবাসী বাঙালি পরিবারের সন্তান রিয়া। বাবা প্রাক্তন সেনা অফিসার। বেঙ্গালুরুতে জন্ম হলেও, বাবার কর্মসূত্রে রিয়ার বেড়ে ওঠা হরিয়ানার অম্বালা ক্যান্টনমেন্টে।
6/9

সুশান্তের মৃত্যুরহস্যের কেন্দ্রে আবর্তিত হচ্ছে তাঁর নাম। রিয়া চক্রবর্তী । বলিউডের প্রথম সারির নায়িকাদের বৃত্তে তিনি নেই। কিন্তু, লাইমলাইটের বাইরে থেকে যাওয়া সেই রিয়ার নামই জড়িয়েছে বলিউডের এ যাবৎ কালের সবচেয়ে হাইপ্রোফাইল মৃত্যুরহস্যের সঙ্গে।
7/9

রিয়ার সঙ্গে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সম্পর্ক আজ কারও অজানা নয়। প্রায় একই সময়ে বলিউডের সঙ্গে দু’জনের পরিচিতি। রুপোলি পর্দায় দু’জনেরই কেরিয়ার শুরু ছোটপর্দায়। সুশান্ত যখন চুটিয়ে সিরিয়ালে অভিনয় করছেন, তখন রিয়া ভিডিও জকি হিসেবে কাজ করছিলেন এম টিভি-তে। সুশান্ত আর রিয়া-র বলিউডে পথ চলা প্রায় একই সময়ে। ২০১৩-র ২২ ফেব্রুয়ারি মুক্তি পায় সুশান্ত সিং রাজপুতের প্রথম ছবি কাই পো চে। ঠিক পরের মাসেই মুক্তি পায় রিয়া চক্রবর্তী অভিনীত মেরে ড্যাড কি মারুতি।
8/9

বলিউডই সুশান্ত আর রিয়ার পরিচয় করিয়ে দিয়েছিল। আবার সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সেই বলিউডজুড়েই রিয়া-কে নিয়ে কত প্রশ্ন, কত রহস্য।
9/9

রিয়ার ফিল্মোগ্রাফি ঘাঁটলে দেখা যাচ্ছে, তাঁর কেরিয়ারওগ্রাফ ঈর্ষনীয় কোনওদিনই নয়।
Published at :
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
প্রযুক্তি
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
