এক্সপ্লোর
Cheapest Smartphone: মিডরেঞ্জ স্মার্টফোন হলেও আছে 8 GB পর্যন্ত RAM, দেখে নিন এই ফোনগুলির তালিকা
Poco_M4_Pro_5G
1/8

Tecno Pova 5G:এই স্মার্টফোনে 8 জিবি র্যাম ও 128 জিবি ইন্টারনাল মেমরি রয়েছে। এর দাম 1,999 টাকা। এতে একটি 6.9.5 ইঞ্চি ডিসপ্লে পাবেন। ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ।
2/8

Micromax In Note 2: এই স্মার্টফোনটি 4 জিবি র্যাম ও 64 জিবি ইন্টারনাল মেমরি পাবেন। এর দাম 13499 টাকা। এতে একটি 6.43 ইঞ্চি ডিসপ্লে রয়েছে। ফোনে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ পাবেন ক্রেতা।
3/8

Moto G51 5G: 4 জিবি র্যাম ও 64 জিবি ইন্টারনাল মেমরি সহ পাওয়া যায় এই ফোন। এর দাম 14999 টাকা। এতে একটি 6.8 ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ পাবেন।
4/8

Poco M4 Pro 5G: 3টি ভ্যারিয়েন্টে পাওয়া যায় এই ফোন। এতে 4GB/64GB, 6GB/128GB ও 8GB/128GB রয়েছে। তাদের দাম যথাক্রমে 14,999 টাকা, 16,999 টাকা এবং 18,999 টাকা।
5/8

Realme Narzo 50:এই স্মার্টফোনটি 2টি ভ্যারিয়েন্টে পাওয়া যায়। এতে 4GB/64GB ও 6GB/128GB রয়েছে ভ্যারিয়েন্ট রয়েছে। 4GB RAM ভ্যারিয়েন্টের দাম 12999 টাকা ও 6GB RAM ভ্যারিয়েন্টের দাম 15499 টাকা রেখেছে কোম্পানি।
6/8

Redmi Note 11: এই স্মার্টফোনটি 3টি ভ্যারিয়েন্টে পাওয়া যায়। এর মধ্যে রয়েছে 4GB/64GB, 6GB/64GB ও 6GB/128GB ভ্যারিয়েন্ট। তাদের দাম যথাক্রমে 13,499 টাকা, 14,499 টাকা ও 15,999 টাকা।
7/8

শোনা যাচ্ছে, মিডরেঞ্জে নতুন নর্ড সিরিজ আনতে চলেছে ওয়ান প্লাস। এই ফোনে বড় ব্যাটারির সঙ্গে 8 জিবি র্যাম অপশন পাওয়া যাবে। যার বেস ভ্যারিয়েন্ট শুরু হতে পারে ১৬,০০০ টাকা থেকে।
8/8

এখন নতুন বেশিরভাগ মিডরেঞ্জ ফোনেই ৮ জিবি র্যাম থাকছে। কিছু ক্ষেত্রে ১২ জিবির অপশন দিচ্ছে কোম্পানিগুলি। সেই ক্ষেত্রে অবশ্য দাম কিছুটা বেড়ে যায় এই ক্ষেত্রে।
Published at : 15 Apr 2022 11:36 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
অফবিট
আইপিএল
জেলার
Advertisement
ট্রেন্ডিং
