এক্সপ্লোর
Tech Tips: সাফ রাখুন মুঠোফোন, কীভাবে? দেখে নিন সহজ টিপস
Mobile Cleaning:নিজের মুঠোফোন যাতে দীর্ঘদিন কার্যকরী থাকে। অনেকদিন পর্যন্ত ব্যবহার করা যায়। তার জন্য বেশ কিছু দিকে খেয়াল রাখতে হয়।
প্রতীকি চিত্র
1/9

কাজের জন্য বা অবসর সময়ে, হাতে ফোন থাকা এখন স্বাভাবিক ব্যাপার। কাজকর্ম থেকে বিনোদন সবই এখন বন্দি মুঠোফোনে। ফোনের গুরুত্ব যেমন বেড়েছে তেমনই ফোনের স্বাস্থ্যের দিকে নজর রাখাও প্রয়োজন হয়েছে।
2/9

নিজের মুঠোফোন যাতে দীর্ঘদিন কার্যকরী থাকে। অনেকদিন পর্যন্ত ব্যবহার করা যায়। তার জন্য বেশ কিছু দিকে খেয়াল রাখতে হয়।
3/9

বলা হয়ে থাকে প্রতিনিয়ত মোবাইল সেট এবং প্রতিদিন ব্যবহার করা হয় এমন বৈদ্যুতিন গ্যাজেট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। তাহলে নিজেদের স্বাস্থ্যও ভাল থাকে।
4/9

তবে পরিষ্কার করতে হলে একেবারেই জল ছোঁবেন না। অ্যালকোহল-বেসড তরলই প্রয়োজন মোবাইল সেট পরিষ্কারের জন্য়
5/9

অ্যালকোহল-বেসড ওয়াইপ বা স্প্রে ব্যবহার করুন। ৭০ শতাংশ অ্যালকোহল দ্রবণ ব্যবহার করা আদর্শ।
6/9

ফোনের কভার, কেস, ফোনের টাচস্ক্রিন -এগুলির দিকে বেশি করে নজর দিন। পারলে প্রতিদিন বাড়ি ফিরে এগুলি পরিষ্কার করে ফেলুন। তাতে ফোনের আয়ু বাড়বে।
7/9

ফোনে সেটে সরাসরি স্যানিটাইজার স্প্রে করবেন না। বা স্যানিটাইজার তরল ফোনের উপর ঢালবেন না। বিশেষ করে, চার্জিং পয়েন্ট, হেডফোন জ্যাকের পয়েন্টে যেন তরল না ঢোকে।
8/9

নরম সুতির কাপড়ে স্যানিটাইজার ঢেলে তা দিয়ে পরিষ্কার করুন। প্রয়োজনে কোনও রবার ক্লথেও স্যানিটাইজার ঢেলে তা দিয়ে ফোন পরিষ্কার করতে পারেন।
9/9

ব্লিচ বা কাপড় কাচার সাবান কোনওভাবেই ব্যবহার করা চলবে না। তাতে ফোনের ক্ষতি হবে। বিশেষ করে ফোনের সার্কিট এবং স্ক্রিনের ক্ষতি হয়।
Published at : 07 May 2023 07:15 AM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
জ্যোতিষ
জ্যোতিষ
খবর
ব্যবসা-বাণিজ্যের






















