এক্সপ্লোর
Joker Malware Attack: এখনই আনইনস্টল না করলে ভুগতে হবে, এই ৪ অ্যাপে লুকিয়ে বিপদ
Cyber Security
1/9

দেশে ডিজিটালাইজেশনের (Digital Transfer) সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে পরিস্থিতি। উন্নত প্রযুক্তি আসায় আরও সহজ হয়েছে জীবন। তবে অনলাইনের এই প্রযুক্তিই হয়ে উঠছে মানুষের চিন্তার কারণ।
2/9

আপনার মোবাইলের অ্যাপেই (Mobile App) লুকিয়ে রয়েছে টাকা হাতানোর ফাঁদ। আপনারা অনেকেই জানেন না, এই অ্যাপগুলির মধ্যে এমনকিছু রয়েছে, যা আপনার মোবাইলের জন্য বিপজ্জনক প্রমাণিত হতে পারে।
3/9

আপনার মোবাইলে যদি স্মার্ট এসএমএস, ব্লাড প্রেশার মনিটর, ভয়েস ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর ও কুইক টেক্সট এসএমএস অ্যাপ থাকে, তাহলে সেগুলো অবিলম্বে আনইনস্টল করুন।
4/9

সম্প্রতি এই চারটি অ্যাপ গুগল প্লে স্টোর থেকে সরিয়ে ফেলা হয়েছে। কারণ এগুলো ব্যবহারকারীর ফোনে ম্যালওয়্যার (ভাইরাস) পাঠিয়ে দিচ্ছিল। এই অ্যাপগুলি ২০১৭ সাল থেকেই বাজারে সক্রিয়।
5/9

জানলে অবাক হবেন, সারা বিশ্বে ক্ষতিকারক অ্যাপ ডাউনলোডের তালিকায় শীর্ষ ১০টি দেশের মধ্যে নাম রয়েছে ভারতের। সম্প্রতি মোবাইল সাইবার নিরাপত্তা সমাধান প্রদানকারী একটি বেসরকারি সংস্থা Pradeo-র গবেষণায় উঠে এসেছে এই তথ্য।
6/9

এই সংস্থার মতে, প্রচুর সম্ভাব্য ক্ষতিকারক অ্যাপ (PHA) ভারতে ডাউনলোড হয়। প্রাডিওর গবেষণা দল দেখতে পেয়েছে, এখানে উল্লিখিত চারটি অ্যাপকে জোকার ম্যালওয়্যার বা ফ্লিসওয়্যার হাইজ্যাক করেছে। অর্থ হাতাতে বিশ্বের লক্ষ লক্ষ মোবাইলকে নিশানা করেছে এই ম্যালওয়্যার।
7/9

একবার অ্যাপগুলি ডাউনলোড হয়ে গেলে নিজে থেকেই গ্রাহককে বিভিন্ন প্রিমিয়াম পরিষেবা সাবস্ক্রাইব করাবে জোকার ম্যালওয়্যার। নিউজ অ্যালার্ট থেকে জ্যোতিষশাস্ত্রের আপডেট পর্যন্ত চলে আসবে আপনার ফোনে।
8/9

পরিবর্তে ফাঁকা হতে থাকবে অ্যাকাউন্ট। যার ফলে ব্যবহারকারীকে অজান্তেই দিতে হবে বেশি বিল। তাড়াতাড়ি বিষয়টি গ্রাহকের চোখে না পড়লে এই সাবস্ক্রিপশন কয়েক মাস ধরে চলতে পারে। সেই অনুযায়ী প্রচুর টাকার ক্ষতি হতে পারে আপনার।
9/9

প্রাডিওর রিপোর্ট বলছে, স্মার্ট এসএমএস ও ব্লাড প্রেসার মনিটর অ্যাপগুলি কেনাকাটার সময় টু ফ্যাক্টর অথেন্টিকেশন প্রোটোকল বাইপাস করতে ওয়ান-টাইম পাসওয়ার্ড এন্ট্রি ব্লক করে অ্যাপ। পরবর্তীকালে মোবাইলে বিল পেলেই ব্যবহারকারী প্রতারণার কথা জানতে পারেন।
Published at : 12 Jul 2022 08:17 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























