এক্সপ্লোর
Layoffs: থামছেই না কর্মী ছাঁটাই প্রক্রিয়া, এখনও কোন কোন সংস্থায় জারি রয়েছে ছাঁটাই? রইল তালিকা
Layoffs: ২০২২ সালের শেষভাগ থেকে কর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়েছে বিশ্বজুড়ে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বিভিন্ন তথ্যপ্রযুক্তি সংস্থায়। বিশ্বের প্রথম সারির তাবড় সব টেক কোম্পানিতেই হয়েছে কর্মী ছাঁটাই।
![Layoffs: ২০২২ সালের শেষভাগ থেকে কর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়েছে বিশ্বজুড়ে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বিভিন্ন তথ্যপ্রযুক্তি সংস্থায়। বিশ্বের প্রথম সারির তাবড় সব টেক কোম্পানিতেই হয়েছে কর্মী ছাঁটাই।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/25/f6a25b2e7b04d22359501f9019d91d411682362758248485_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস
1/10
![দ্বিতীয় দফায় ডিজনি (Disney) সংস্থায় শুরু হয়েছে কর্মী ছাঁটাই (Layoffs)। কিছুদিন আগেই Walt Disney সংস্থার এই কর্মী ছাঁটাই প্রসঙ্গে আভাস পাওয়া গিয়েছিল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/25/269968f3a41450adbc91102040690b34522c6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দ্বিতীয় দফায় ডিজনি (Disney) সংস্থায় শুরু হয়েছে কর্মী ছাঁটাই (Layoffs)। কিছুদিন আগেই Walt Disney সংস্থার এই কর্মী ছাঁটাই প্রসঙ্গে আভাস পাওয়া গিয়েছিল।
2/10
![ব্লুবার্গের রিপোর্ট সূত্রে খবর Walt Disney-র বিনোদন বিভাগে কর্মরতদের ১৫ শতাংশ ছাঁটাই হতে পারে এই দফায়। চলতি বছর মার্চ মাসে প্রায় ৭০০০ কর্মী ছাঁটাই করেছে Walt Disney সংস্থা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/25/65b24d1263a2ec8f47cd69ad4d2a718c7ecb1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ব্লুবার্গের রিপোর্ট সূত্রে খবর Walt Disney-র বিনোদন বিভাগে কর্মরতদের ১৫ শতাংশ ছাঁটাই হতে পারে এই দফায়। চলতি বছর মার্চ মাসে প্রায় ৭০০০ কর্মী ছাঁটাই করেছে Walt Disney সংস্থা।
3/10
![এবার দ্বিতীয় দফায় কর্মী ছাঁটাই করতে চলেছে এই বিনোদন সংস্থা। প্রায় ৪০০০ কর্মী এই দফায় চাকরি খোয়াতে পারেন ডিজনি সংস্থা থেকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/25/19e9af8e04db057c857d94f0fac6f34da6d30.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এবার দ্বিতীয় দফায় কর্মী ছাঁটাই করতে চলেছে এই বিনোদন সংস্থা। প্রায় ৪০০০ কর্মী এই দফায় চাকরি খোয়াতে পারেন ডিজনি সংস্থা থেকে।
4/10
![শুধু তাই নয়, দ্বিতীয় দফার কর্মী ছাঁটাই শুরুর সঙ্গে সঙ্গেই তৃতীয় দফার কর্মী ছাঁটাইয়ের আভাসও পাওয়া গিয়েছে। তবে সেই সম্পর্কে বিশদে কোনও তথ্য প্রকাশ্যে আসেনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/25/0d5c02c872ecc2e606afeeb03b1ef23fc7a8a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শুধু তাই নয়, দ্বিতীয় দফার কর্মী ছাঁটাই শুরুর সঙ্গে সঙ্গেই তৃতীয় দফার কর্মী ছাঁটাইয়ের আভাসও পাওয়া গিয়েছে। তবে সেই সম্পর্কে বিশদে কোনও তথ্য প্রকাশ্যে আসেনি।
5/10
![এবার কর্মী ছাঁটাই (Layoffs) হতে চলেছে লেনোভো (Lenovo) সংস্থাতেও। জানা গিয়েছে, লেনোভোর PC ডেস্কটপের ব্যবসাতেও অর্থনৈতিক মন্দার প্রভাব পড়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/25/fd79890a4ebdbcc54e4dec278cabc849172c0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এবার কর্মী ছাঁটাই (Layoffs) হতে চলেছে লেনোভো (Lenovo) সংস্থাতেও। জানা গিয়েছে, লেনোভোর PC ডেস্কটপের ব্যবসাতেও অর্থনৈতিক মন্দার প্রভাব পড়েছে।
6/10
![তার জেরে এবার ডেস্কটপ অর্থাৎ কম্পিউটার বা PC নির্মাণ বন্ধ করতে চলেছে লেনোভো সংস্থা। এর পাশাপাশি গ্লোবাল স্তরে কর্মী ছাঁটাইয়ের পথেও হাঁটবে লেনোভো সংস্থা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/25/ad9f7fdc6e499ab1eec38a05cdd8368481a8d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তার জেরে এবার ডেস্কটপ অর্থাৎ কম্পিউটার বা PC নির্মাণ বন্ধ করতে চলেছে লেনোভো সংস্থা। এর পাশাপাশি গ্লোবাল স্তরে কর্মী ছাঁটাইয়ের পথেও হাঁটবে লেনোভো সংস্থা।
7/10
![মূলত খরচ নিয়ন্ত্রণের জন্যই এই কর্মী ছাঁটাই করা হবে। জানা গিয়েছে ১১৫ মিলিয়ন ডলার খরচ নিয়ন্ত্রণের পরিকল্পনা রয়েছে লেনোভো সংস্থার।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/25/952f81438497ff1ef49bd13e52b24e11354c6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মূলত খরচ নিয়ন্ত্রণের জন্যই এই কর্মী ছাঁটাই করা হবে। জানা গিয়েছে ১১৫ মিলিয়ন ডলার খরচ নিয়ন্ত্রণের পরিকল্পনা রয়েছে লেনোভো সংস্থার।
8/10
![আর তার জেরেই এবার ব্যাপক হারে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে লেনোভো সংস্থা। কত সংখ্যক কর্মী ছাঁটাই করবে লেনোভো কর্তৃপক্ষ তা এখনও স্পষ্ট নয়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/25/bee1691cfee7127dbc1306ec339c8fd6d5433.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আর তার জেরেই এবার ব্যাপক হারে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে লেনোভো সংস্থা। কত সংখ্যক কর্মী ছাঁটাই করবে লেনোভো কর্তৃপক্ষ তা এখনও স্পষ্ট নয়।
9/10
![২০২২ সালের শেষভাগ থেকে কর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়েছে বিশ্বজুড়ে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বিভিন্ন তথ্যপ্রযুক্তি সংস্থায়। বিশ্বের প্রথম সারির তাবড় সব টেক কোম্পানিতেই হয়েছে কর্মী ছাঁটাই।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/25/c0548356ac4169a8b982ab6e23eb85fd18b25.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
২০২২ সালের শেষভাগ থেকে কর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়েছে বিশ্বজুড়ে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বিভিন্ন তথ্যপ্রযুক্তি সংস্থায়। বিশ্বের প্রথম সারির তাবড় সব টেক কোম্পানিতেই হয়েছে কর্মী ছাঁটাই।
10/10
![উল্লেখ্য, বিশ্বের প্রথম সারির তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিতে (IT Companies) কোনওভাবেই থামছে কর্মী ছাঁটাই (Employee Layoffs) প্রক্রিয়া। সম্প্রতি মেটা, অ্যাকসেঞ্চার এবং অ্যামাজন সংস্থা থেকে নতুন করে কর্মী ছাঁটাইয়ের খবর পাওয়া গিয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/25/5f4d2066cead96ca6f326ebc96d85bbb59381.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
উল্লেখ্য, বিশ্বের প্রথম সারির তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিতে (IT Companies) কোনওভাবেই থামছে কর্মী ছাঁটাই (Employee Layoffs) প্রক্রিয়া। সম্প্রতি মেটা, অ্যাকসেঞ্চার এবং অ্যামাজন সংস্থা থেকে নতুন করে কর্মী ছাঁটাইয়ের খবর পাওয়া গিয়েছে।
Published at : 25 Apr 2023 12:35 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)