এক্সপ্লোর
পুরোনো মোবাইল বিক্রি করছেন ? আগে এই কাজ না করলে বিপদ !
Cyber Crime
1/10

ভারত থেকে চিনে পাঠানো হচ্ছে পুরোনো ফোনের যন্ত্রাংশ। যেখান থেকে ভারতীয়দের ডেটা সংগ্রহ করছে চিনা কোম্পানিগুলি। সম্প্রতি চিনা নাগরিকদের কাছ থেকে এই তথ্য জানতে পেরেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা।
2/10

এই রিপোর্ট সামনে আসতেই চিন্তা বেড়েছে মোবাইল ব্যবহারকারীদের। প্রশ্ন উঠেছে, তাহলে ফোন ফরম্যাটের (Mobile Data Scraping) পরেও কি থেকে যায় ডেটা ?
3/10

বিভিন্ন গোয়েন্দা সংস্থার মতে, অভিযুক্তরা ভরতীয়দের পুরোনো স্মার্টফোনের যন্ত্রাংশ কিনে তা চিনে পাঠাত। যার মধ্যে ফোনের র্যাম থেকে থাকত স্টোরেজের মতো যাবতীয় অংশ। এই পরিস্থিতিতে চিনের হাতে লাখ লাখ ভারতীয়র ব্যক্তিগত তথ্য চলে যাওয়ার আশঙ্কা করছেন গোয়েন্দারা।
4/10

স্ক্র্যাপ গুডস' মানে ছাঁট বা ফেলে দেওয়া পণ্য বোঝায়। এখানে 'সেলফোন স্ক্র্যাপ' বলতে পুরোনো ফোনের যন্ত্রাংশকে বোঝানো হয়েছে। সেলফোন স্ক্র্যাপিংয়ে পুরোনো ফোনের যন্ত্রাংশ সারিয়ে তা বিক্রি করা হয়। আপনি 'ফোনের আবর্জনা' বা জাঙ্ক দিয়েও সহজ ভাষায় সেলফোন স্ক্র্যাপ বুঝতে পারবেন।
5/10

সেলফোন স্ক্র্যাপের পরে 'ডেটা স্ক্র্যাপ' শব্দটা শোনা যায়। তবে ফোনের মতো ডেটা স্ক্র্যাপকে আপনি আবর্জনা বলতে পারবেন না। কারণ এটি সাইবার প্রতারণার ক্ষেত্রে বড় অস্ত্র হয়ে উঠতে পারে। আপনি যখন স্মার্টফোন বিক্রি বা বিনিময় করবেন, তখন এতে থাকা ফটো-ভিডিও ও অন্যান্য ডেটা ফর্ম্যাট করে বিক্রি করতে হয়।
6/10

জেনে অবাক হবেন, ফোন ফরম্যাটের পরও আপনার ফোনে ডেটা থেকে যায়। সেলফোন ডেটা স্ক্র্যাপিংয়ে আপনার ফোনে থাকা ডেটা যেমন ফটো, ভিডিও, অডিও ছাড়াও অন্যান্য তথ্য বের করে নেওয়া হয়। পরবর্তীকালে আপনার ব্যাঙ্কের তথ্যের ভিত্তিতে সাইবার জালিয়াতির ফাঁদ পাতে প্রতারকরা।
7/10

ডেটা স্ক্র্যাপিংয়ে আপনি মুছে ফেলেছেন এমন প্রতিটি তথ্য আপনার ফোন থেকে পাওয়া যেতে পারে। স্ক্র্যাপ করা ডেটার মাধ্যমেও আপনি গুপ্তচরবৃত্তি করতে পারেন।
8/10

আপনি যদি আপনার ফোনটি সঠিকভাবে ফরম্যাট করেন, তবে আপনি ডেটা স্ক্র্যাপিং এড়াতে সক্ষম হবেন। মনে রাখবেন, কাউকে ফোন দেওয়ার বা বিক্রি করার আগে অন্তত দু'বার ফোন ফুল ফরম্যাট করুন। ফোন ফরম্যাট করতে ফোনের সেটিংসে যান ও Erase all data (factory reset) বিকল্পে ট্যাপ করুন।
9/10

আপনি যদি আপনার ফোনটি সঠিকভাবে ফরম্যাট করেন, তবে আপনি ডেটা স্ক্র্যাপিং এড়াতে সক্ষম হবেন। মনে রাখবেন, কাউকে ফোন দেওয়ার বা বিক্রি করার আগে অন্তত দু'বার ফোন ফুল ফরম্যাট করুন। ফোন ফরম্যাট করতে ফোনের সেটিংসে যান ও Erase all data (factory reset) বিকল্পে ট্যাপ করুন।
10/10

প্রথমে ওপেন সেটিংসে যান। তারপর সিকিউরিটিতে ঢুকুন। এবার Encryption & credentials-এ যান। ৪ এই পর্বে এনক্রিপ্ট ফোনে ক্লিক করুন। এনক্রিপ্ট করার পরে ডেটা স্ক্র্যাপিংয়ের ঝুঁকি শেষ হবে।
Published at : 08 Jul 2022 12:52 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
উত্তর ২৪ পরগনা
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
