এক্সপ্লোর
Phone Usage: এই ৫ অভ্যাস থাকলেই দ্রুত খারাপ হবে আপনার ফোন, খেয়াল করেছেন ?
Mobile Phone Usage : এমন বহু মানুষ আছেন যারা এক মুহূর্তের জন্যও ফোন ছাড়া থাকতে পারেন না। ফনের প্রয়োজনীয়তা এত বেড়ে গিয়েছে ক্রমে ক্রমে। কী কী বিষয় খেয়াল রাখলে ফোন চলবে দীর্ঘক্ষণ ?

মোবাইল ব্যবহারে এই ভুল করলেই খারাপ হতে পারে ফোন
1/8

এমন বহু মানুষ আছেন যারা এক মুহূর্তের জন্যও ফোন ছাড়া থাকতে পারেন না। ফনের প্রয়োজনীয়তা এত বেড়ে গিয়েছে ক্রমে ক্রমে।
2/8

দীর্ঘক্ষণ যাবৎ ফোন ব্যবহার করা যাদের কাছে জরুরি, তারা কিছু কিছু ভুল এড়িয়ে চললে অনেক বেশিদিন ফোনের আয়ু থাকবে।
3/8

ফোন চার্জ দেওয়ার জন্য সস্তার চার্জিং কেবল ব্যবহার না করাই উচিত। এক্ষেত্রে ফোনের ব্যাটারির উপরে খারাপ প্রভাব পড়ে।
4/8

ব্যাটারি পুরো শেষ হওয়ার পরে চার্জ দেওয়ার অভ্যাস খুবই ক্ষতি করে স্মার্টফোনে। ফোনের ব্যাটারি ৩০ শতাংশ থাকতে থাকতেই চার্জ দেওয়া দরকার।
5/8

ফোনের কভার ব্যবহার করা খুবই উপকারি। ফোন ভুল করে আপনার হাত থেকে পড়ে গেলেও কভারের কারণে ফোনের ক্ষতি হবে না।
6/8

সময়মত ফোনের সফটওয়্যার আপডেট করতে থাকুন। আপডেট না করলে অনেক সময় বেশ কিছু বাগস ঢুকে যায়।
7/8

সবথেকে বেশি সমস্যা করে ফোনে জল লেগে যাওয়া। আন্ডারওয়াটার সেলফি তোলা এখন একটা ট্রেন্ড হয়ে গিয়েছে।
8/8

এই কাজ করার সময় ফোন ওয়াটারপ্রুফ কিনা তা দেখে নিতে হবে আগে। তবে বেশিক্ষণ জলে রাখলে ফোনে সমস্যা বাড়তে পারে।
Published at : 17 Jan 2025 01:34 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
ট্রেন্ডিং
