এক্সপ্লোর
HD কোয়ালিটির ছবি পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে, আর খারাপ হবে না গুণমান, দ্রুত আসছে নতুন ফিচার
Whatsapp Image: হোয়াটসঅ্যাপে পাঠানো যাবে ভাল গুণমানের এইচডি ছবি, নতুন ফিচার নিয়ে শুরু পরীক্ষা নিরীক্ষা।
প্রতীকী ছবি
1/10

হোয়াটসঅ্যাপে (Whatsapp Feature) ইউজারদের সুবিধার জন্য বিটা ভার্সানে নতুন একটি আপডেট সদ্য লঞ্চ করা হয়েছে। সেখানে বলা হয়েছে হোয়াটসঅ্যাপে নতুন একটি ফিচার আসতে চলেছে যার সাহায্যে এইচডি (HD Image) কোয়ালিটির ছবি পাঠানো যাবে অ্যাপের মাধ্যমে।
2/10

মেটা অধিকৃত জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ তাদের লেটেস্ট আইওএস এবং অ্যান্ড্রয়েড বিটা ভার্সানে এইনতুন ফিচারের পরীক্ষা নিরীক্ষা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে।
Published at : 07 Jun 2023 04:35 PM (IST)
আরও দেখুন






















