এক্সপ্লোর
Advertisement

Realme: লঞ্চ হলেই রিয়েলমির একটি ফোনে ৭০০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা, কোন মডেলে?
Realme Smartphone: রিয়েলমি জিটি নিও ৩টি ফোনের দাম ভারতে কত হবে তা এখনও প্রকাশ্যে আসেনি। তবে ফোন লঞ্চের আগে সুখবর পাওয়া গিয়েছে। কারণ লঞ্চের শুরুতেই এই ফোনের দামে ৭০০০ টাকা ছাড় থাকতে চলেছে।

প্রতীকী ছবি
1/10

রিয়েলমি জিটি নিও ৩টি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে ১৬ সেপ্টেম্বর। লঞ্চের শুরুতেই এই ফোনের দামে থাকবে ব্যাপক ছাড়। এমনটাই শোনা গিয়েছে।
2/10

রিয়েলমি জিটি নিও ৩টি ফোনের দামে শুরুতেই ৭০০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। যদিও ভারতে এই ফোনের দাম কত হতে পারে তা এখনও ঘোষণা করা হয়নি।
3/10

রিয়েলমির এই ফোন তিনটি ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে বলে শোনা গিয়েছে। তবে কোন ভ্যারিয়েন্টের দামে ছাড় পাওয়া যাবে তা স্পষ্ট নয়।
4/10

শুধু তাই নয়, এই ৭০০০ টাকা কীভাবে কোন মাধ্যম থেকে ছাড় পাওয়া যাবে অর্থাৎ রিয়েলমি জিটি নিও ৩টি ফোন কোথায় কীভাবে আসলের তুলনায় ৭০০০ টাকা কম দামে পাওয়া যাবে তা জানা যায়নি।
5/10

গ্লোবাল মার্কেটে ইতিমধ্যেই রিয়েলমির এই স্মার্টফোন লঞ্চ হয়েছে। এই ভ্যারিয়েন্টের সঙ্গে ভারতে লঞ্চ হতে চলা ফোনের মিল থাকবে বলে মনে করা হচ্ছে।
6/10

রিয়েলমি জিটি নিও ৩টি ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা থাকতে পারে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা সেনসর।
7/10

রিয়েলমির আসন্ন ফোনে ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ থাকতে পারে। এছাড়াও এই ফোনে ৫০০০ এমএএইচের একটি শক্তিশালী ব্যাটারি থাকতে পারে। তার সঙ্গে ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার কথা রয়েছে
8/10

অ্যান্ড্রয়েড ১২ এবং Realme UI 3.0- এর সাপোর্টে পরিচালিত হবে রিয়েলমি জিটি নিও ৩টি ফোন। শোনা যাচ্ছে, একটি ৬.৬২ ইঞ্চির E4 AMOLED ডিসপ্লে থাকতে পারে এই ফোনে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে।
9/10

একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর থাকতে পারে এই ফোনে। তার সঙ্গে স্ট্যান্ডার্ড হিসেবে ৮ জিবি র্যাম যুক্ত থাকতে পারে এই ফোনের প্রসেসরের সঙ্গে।
10/10

রিয়েলমি জিটি নিও ৩টি ফোন লঞ্চের পরেই বোঝা যাবে যে এই ফোনের দাম কত হবে এবং কোথা থেকে কীভাবে ৭০০০ টাকা কমে কেনা যাবে।
Published at : 16 Sep 2022 12:31 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
