এক্সপ্লোর
Realme: লঞ্চ হলেই রিয়েলমির একটি ফোনে ৭০০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা, কোন মডেলে?
Realme Smartphone: রিয়েলমি জিটি নিও ৩টি ফোনের দাম ভারতে কত হবে তা এখনও প্রকাশ্যে আসেনি। তবে ফোন লঞ্চের আগে সুখবর পাওয়া গিয়েছে। কারণ লঞ্চের শুরুতেই এই ফোনের দামে ৭০০০ টাকা ছাড় থাকতে চলেছে।
প্রতীকী ছবি
1/10

রিয়েলমি জিটি নিও ৩টি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে ১৬ সেপ্টেম্বর। লঞ্চের শুরুতেই এই ফোনের দামে থাকবে ব্যাপক ছাড়। এমনটাই শোনা গিয়েছে।
2/10

রিয়েলমি জিটি নিও ৩টি ফোনের দামে শুরুতেই ৭০০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। যদিও ভারতে এই ফোনের দাম কত হতে পারে তা এখনও ঘোষণা করা হয়নি।
Published at : 16 Sep 2022 12:31 AM (IST)
আরও দেখুন






















