এক্সপ্লোর
Elon Musk Update: ট্যুইটারে ত্রাস খোদ মাস্ক ! কাজ না পেলেই 'ফায়ার', কর্মীদের হঁশিয়ারি
Twitter New Feature: আশার পরিবর্তে আশঙ্কা তৈরি করছেন কর্মীদের মনে। ট্যুইটারের মালিকানা হাতে পেতেই কর্মীদের জন্য ত্রাস হয়ে উঠলেন এলন মাস্ক।
Elon Musk
1/10

আশার পরিবর্তে আশঙ্কা তৈরি করছেন কর্মীদের মনে। ট্যুইটারের মালিকানা হাতে পেতেই কর্মীদের জন্য ত্রাস হয়ে উঠলেন এলন মাস্ক।
2/10

সিইও পরাগ আগরওয়াল ছাড়াও অন্য বড় কর্মকর্তাদের ছাঁটাইয়ের পর এবার ফের চাকরি হারাতে পারেন অনেকেই।
3/10

সম্প্রতি ট্যুইটার হাতে নিয়েই এর যাচাইকরণ প্রক্রিয়া পুরো বদলে ফেলার কথা বলেছেন ট্যুইটারের সিইও। তবে এতে কী পরিবর্তন করা হবে এমনকী টাকার বিষয়ে কোনও তথ্য দেননি তিনি।
4/10

তবে ভার্জ-এর রিপোর্ট বলছে, আগামী ৭ নভেম্বরের মধ্যে 'ট্যুইটার ব্লু'-এর নতুন ফিচার দেখতে চান তিনি। সব থেকে বড় বিষয়, এই কাজের দায়িত্বপ্রাপ্তদের একপ্রকার হুমকি দিয়ে রেখেছেন ট্যুইটারের বর্তমান সিইও।
5/10

তিনি বলেছেন, আগামী ৭ নভেম্বরের মধ্যে ট্যুইটার ব্লু-এর নতুন ফিচার বাস্তবায়িত না হলে চাকরি থেকে বরখাস্ত করা হবে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের। তবে এ-সবই টেক সাইটগুলির খবর। এই বিষয়ে সরকারভাবে কোম্পানির তরফে কোনও বিবৃতি পাওয়া যায়নি।
6/10

ট্যুইটারের অতীত বলছে, এক বছর আগেই এই 'ট্যুইটার ব্লু' বৈশিষ্ট্য নিয়ে আসে কোম্পানি। যেখানে প্রথমে বিজ্ঞাপন ছাড়া বিষয় দেখার জন্য ট্যুইটারে এই সুবিধা দেওয়া শুরু হয়েছিল। সেখানে হোমস্ক্রিনের আইকনেও এই সাবক্রিপশন নিলে অন্য রঙ হয়ে যেত।
7/10

ট্যুইটার সূত্রে খবর, ট্যুইটার ব্লু পরিষেবা পেতে মাসে ১৯.৯৯ মাসে ভারতীয় মুদ্রায় ১৬০০ টাকার বেশি দিতে হবে ব্যবহারকারীদের। যেখানে ব্যাবহারকীরারা 'এডিট' ও 'আনডু'-এর মতো নতুন ফিচার পাবেন।
8/10

সম্প্রতি টেক সাইট 'ভার্জ' এর রিপোর্টে উঠে এসেছে এই তথ্য। শোনা যাচ্ছে. এখন থেকে 'ভেরিফায়েড ইউজার'দের 'ট্যুইটার ব্লু' অপশন ৯০ দিনের মধ্যে সাবক্রাইব করতে হবে। অন্যথায় আর ব্লু টিকের পরিষেবা পাবেন না ব্যবহারকারীরা।
9/10

ট্যুইটার কিনেই সিইও পরাগ আগারওয়াল সহ কোম্পানির বেশকিছু কর্তাকে সরিয়ে দিয়েছেন এলন মাস্ক। রিপোর্ট বলছে, 'অপছন্দের লোকজনকে' ছাঁটাই করতেও বেশ বেগ পেতে হয়েছে মাস্ককে।
10/10

ট্যুইটারের তিন বড়কর্তাকে বরখাস্ত করতে ক্ষতিপূরণ বাবদ প্রায় ১০০ মিলিয়ন ডলার দিতে হবে টেসলার কর্ণধারকে।
Published at : 31 Oct 2022 08:15 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























