এক্সপ্লোর
Upcoming WhatsApp Features: ইউজারদের সুবিধায় আগামী দিনে হোয়াটসঅ্যাপে কোন কোন ফিচার লঞ্চ হতে চলেছে? দেখে নিন একঝলকে
WhatsApp: ইউজারদের সুবিধার জন্য প্রায়শই নিত্যনতুন ফিচার চালু করে হোয়াটসঅ্যাপ সংস্থা। এইসব ফিচারের সাহায্যে ইউজারদের অভিজ্ঞতা আরও ভাল হয়। দেখে নিন, কোন কোন ফিচার চালু হতে চলেছে হোয়াটসঅ্যাপে।

প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস
1/10

হোয়াটসঅ্যাপে (WhatsApp) আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI), যার নাম মেটা এআই (Meta AI)। তবে এই ফিচার লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। কিন্তু খুব বেশি যে দেরি নেই তা বোঝা গিয়েছে।
2/10

বর্তমানে হোয়াটসঅ্যাপের বিটা টেস্টাররা এই পরিষেবা ব্যবহারের সুযোগ পেয়েছেন। সমস্ত ইউজারদের জন্য এই ফিচার চালু হয়ে গেলে হোয়াটসঅ্যাপের মেটা এআই- তে ইউজাররা বিভিন্ন প্রশ্ন করতে পারবেন।
3/10

মেটা এআই হল একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সার্ভিস। হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে এই মেটা এআই ব্যবহার করা যাবে। এই ফিচার কোনও নির্দিষ্ট বিষয় প্রসঙ্গে তথ্য দিতে পারবে। এমনকি ইউজারদের বিভিন্ন ধরনের ভাবনাচিন্তার ধারণা দিয়েও সাহায্য করতে পারবে এই মেটা এআই।
4/10

হোয়াটসঅ্যাপে এবার আসতে চলেছে এআই ফিচার যুক্ত ইমেজ এডিটিং টুল (AI Image Editor)। অর্থাৎ হোয়াটসঅ্যাপে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে ছবি এডিট করার সুযোগ পাবেন ইউজাররা। এমনই একটি ফিচার নিয়ে হোয়াটসঅ্যাপ সংস্থা নাকি কাজও শুরু করেছে।
5/10

এআই প্রযুক্তির সাহায্যে ছবি এডিটের এই ফিচার কবে হোয়াটসঅ্যাপে চালু হবে তার নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে, এই ফিচার চালু হলে ইউজাররা তাদের ছবির গুণমান বিভিন্ন নিরিখে এআই প্রযুক্তির সাহায্যে বাড়াতে পারবেন।
6/10

হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে, অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে লেটেস্ট বিটা আপডেট ২.২৪.৭.১৩ ভার্সানে এই ফিচার পাওয়া যাবে। এআই ভিত্তিক ছবি এডিটের এই ফিচার নিয়ে এখনও কাজকর্ম চলছে। বিটা টেস্টারদের জন্যেও উপলব্ধ হয়নি এই ফিচার। অতএব সমস্ত ইউজারদের জন্য এই ফিচার চালু হতে এখনও কিছুটা সময় বাকি রয়েছে। মূলত আর্টিফিশিয়াল টেকনোলজির সাহায্যে ছবির ব্যাকড্রপ, রিস্টাইল এবং এক্সপ্যান্ড- এইসব করা যাবে।
7/10

হোয়াটসঅ্যাপে (WhatsApp) এইচডি কোয়ালিটির ছবি (HD Quality Image) পাঠানোর ফিচার অনেকদিন আগেই চালু হয়েছে। তবে অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য আসছে এক নতুন ফিচার। ডিফল্ট হিসেবে এইচডি ছবি, ভিডিও (মিডিয়া ফাইল) পাঠানোর সুযোগ পাবেন হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ইউজাররা।
8/10

আপাতত হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড লেটেস্ট বিটা আপডেট ভার্সান ২.২৩.৭.১৭- তে এই পরিবর্তন লক্ষ্য করা যাবে। এখন বিটা টেস্টারদের ক্ষেত্রে এই পরিষেবা উপলব্ধ হয়েছে। আগামী দিনে সব ইউজাররা সুবিধা পাবেন হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের।
9/10

হোয়াটসঅ্যাপের লেটেস্ট বিটা অ্যান্ড্রয়েড টেস্টাররা আপনাআপনিই এইচডি মিডিয়া অন্য ইউজারদের পাঠাতে পারবেন। আলাদা করে ছবি বেছে নিয়ে তার এইচডি ভার্সান তৈরি করে পাঠাতে হবে না।
10/10

অন্যদিকে শোনা গিয়েছে, খুব তাড়াতাড়ি ইউজারদের আন্তর্জাতিক স্তরে ইউপিআই পেমেন্টের সুযোগ দেবে হোয়াটসঅ্যাপ সংস্থা। আসছে নতুন ফিচার। তবে কবে চালু হবে তা নিশ্চিত ভাবে জানা যায়নি।
Published at : 28 Mar 2024 11:09 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
খবর
Advertisement
ট্রেন্ডিং
