এক্সপ্লোর
WhatsApp Features: ইউজারদের সুবিধায় নতুন কী কী ফিচার চালু হয়েছে হোয়াটসঅ্যাপে, আগামী দিনে আসছে কোন কোন পরিষেবা?
WhatsApp App: ইউজারদের সুবিধার জন্য প্রায়শই নিত্যনতুন ফিচার চালু করে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। সম্প্রতি বেশ কিছু ফিচার চালু হয়েছে এই মাধ্যমে। আরও বেশ কিছু ফিচার লঞ্চের অপেক্ষায় রয়েছে।

প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস
1/10

হোয়াটসঅ্যাপে এখন পাওয়া যাবে চ্যাট ফিল্টারের সুবিধা। শুধু ফোনে নয়, ওয়েব মাধ্যমেও ইউজারদের এই ফিচারের সুবিধা দিচ্ছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। চ্যাট ফিল্টার চালু হওয়ার ফলে ইউজাররা হোয়াটসঅ্যাপ অ্যাপে যেকোনও মেসেজ সহজে খুঁজে পাবেন।
2/10

হোয়াটসঅ্যাপের চ্যাট ফিল্টারে রয়েছে তিনটি বিভাগ। অল, গ্রুপ এবং আনরেড। অল- এর মধ্যে থাকবে সমস্ত মেসেজ। আনরেড- এখানে থাকবে আপনার না পড়া সমস্ত মেসেজ। আর গ্রুপ- এর ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপে আসা মেসেজগুলি থাকবে।
3/10

হোয়াটসঅ্যাপে এখন আর স্ক্রিনশট নেওয়া যাবে না। ইউজারদের নিরাপত্তার জন্য এই ফিচার চালু করেছে অ্যাপ কর্তৃপক্ষ। অর্থাৎ কেউই চাইলে আপনার হোয়াটসঅ্যাপে প্রোফাইলে উঁকি দিয়ে আর স্ক্রিনশট নিতে পারবেন না।
4/10

একইভাবে কারও হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচারের স্ক্রিনশটও নেওয়া যাবে না। অজানা, অচেনা কেউ যেন আপনার হোয়াটসঅ্যাপ প্রোফাইলের প্রোফাইল পিকচার নিয়ে আপত্তিকর কোনও কাজ করতে না পারেন সেই জন্যই চালু হয়েছে এই ফিচার।
5/10

হোয়াটসঅ্যাপে আমাদের সকলেরই প্রচুর মেসেজ আসে। সেক্ষেত্রে দরকারি মেসেজ হারিয়ে যাওয়ার, পিছনে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই হোয়াটসঅ্যাপ চ্যাটের মধ্যে মেসেজ পিন করার নতুন সুবিধা এনেছে অ্যাপ কর্তৃপক্ষ। একটি হোয়াটসঅ্যাপ চ্যাটে তিনটি পর্যন্ত মেসেজ একসঙ্গে পিন করে রাখা যাবে।
6/10

হোয়াটসঅ্যাপে আসতে চলেছে একটি এআই ভিত্তিক ফিচার। জানা গিয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে ইউজাররা তৈরি করে নিতে পারবেন নিজেদের হোয়াটসঅ্যাপ প্রোফাইলের ইমেজ। হোয়াটসঅ্যাপের আসন্ন এই ফিচারের নাম এআই প্রোফাইল ফটো।
7/10

হোয়াটসঅ্যাপ কল বর্তমানে বেশ জনপ্রিয় একটি ফিচার। ইউজারদের অনেকেই কাজের সূত্রে হোয়াটসঅ্যাপ কল করেন। কিন্তু বর্তমানে হোয়াটসঅ্যাপ কল উইন্ডো চালু থাকলে অ্যাপের মধ্যে অন্য কোনও কাজ করা যায় না। এই অসুবিধা দূর করার জন্য হোয়াটসঅ্যাপে একটি নতুন ফিচার চালু করতে চলেছে অ্যাপ কর্তৃপক্ষ।
8/10

জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ সংস্থা অডিও কল বার নিয়ে কাজ শুরু করে দিয়েছে। এই ফিচার চালু হয়ে গেলে ইউজাররা হোয়াটসঅ্যাপ কলা চলাকালীনই অ্যাপের মধ্যে অন্যান্য কাজ করতে পারবেন। শুধু হোয়াটসঅ্যাপ কলের উইন্ডো মিনিমাইজ করতে নিলেই কাজ হয়ে যাবে। আর যেহেতু আলাদা অডিও কল বার থাকবে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপের অডিও কল করার সময় কোনও অসুবিধা হবে না।
9/10

হোয়াটসঅ্যাপে কলে যাঁরা বেশিরকম ভাবে অভ্যস্ত তাঁদের জন্য আরও একটি নতুন ফিচার চালু করতে চলেছে সংস্থা। এই ফিচারের নাম 'ফেভারিটস'। এর সাহায্যে হোয়াটসঅ্যাপের 'ফেভারিটস' কনট্যাক্টে লিস্টে ইউজাররা প্রয়োজনীয় এবং পছন্দের নম্বর স্পিড ডায়াল হিসেবে সেভ করে রাখতে পারবেন। তার ফলে দরকারের সময় সুবিধা হবে।
10/10

হোয়াটসঅ্যাপের স্টেটাস ফেসবুকে শেয়ার করার ফিচার আগেই চালু হয়েছে। শোনা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ স্টেটাস ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করার সুবিধাও এবার চালু হতে চলেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপে। এই ফিচার নিয়েও কাজ শুরু করেছে অ্যাপ কর্তৃপক্ষ।
Published at : 27 May 2024 10:48 PM (IST)
\
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
