এক্সপ্লোর
WhatsApp Features: ইউজারদের সুবিধায় নতুন কী কী ফিচার চালু হয়েছে হোয়াটসঅ্যাপে, আগামী দিনে আসছে কোন কোন পরিষেবা?
WhatsApp App: ইউজারদের সুবিধার জন্য প্রায়শই নিত্যনতুন ফিচার চালু করে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। সম্প্রতি বেশ কিছু ফিচার চালু হয়েছে এই মাধ্যমে। আরও বেশ কিছু ফিচার লঞ্চের অপেক্ষায় রয়েছে।
প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস
1/10

হোয়াটসঅ্যাপে এখন পাওয়া যাবে চ্যাট ফিল্টারের সুবিধা। শুধু ফোনে নয়, ওয়েব মাধ্যমেও ইউজারদের এই ফিচারের সুবিধা দিচ্ছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। চ্যাট ফিল্টার চালু হওয়ার ফলে ইউজাররা হোয়াটসঅ্যাপ অ্যাপে যেকোনও মেসেজ সহজে খুঁজে পাবেন।
2/10

হোয়াটসঅ্যাপের চ্যাট ফিল্টারে রয়েছে তিনটি বিভাগ। অল, গ্রুপ এবং আনরেড। অল- এর মধ্যে থাকবে সমস্ত মেসেজ। আনরেড- এখানে থাকবে আপনার না পড়া সমস্ত মেসেজ। আর গ্রুপ- এর ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপে আসা মেসেজগুলি থাকবে।
Published at : 27 May 2024 10:48 PM (IST)
আরও দেখুন



















