এক্সপ্লোর
Whatsapp: হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, কী সুবিধা পাবেন ইউজাররা
Whatsapp Features: হোয়াটসঅ্যাপের 'ডিসঅ্যাপিয়ারিং' মেসেজও সেভ করা যাবে। আসছে নতুন ফিচার।
প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস
1/10

বর্তমানে হোয়াটসঅ্যাপ সংস্থা একটি এমন ফিচার নিয়ে হোয়াটসঅ্যাপ কাজ করছে যার নাম 'Kept। এই মেসেজ ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপের ডিসঅ্যাপিয়ারিং মেসেজও রেখে দেওয়া সম্ভব।
2/10

এখনও এই নতুন ফিচারের রোল আউট হয়নি। বিটা টেস্টাররাও এই ফিচার এখনও ব্যবহারের সুযোগ পাননি। তাই অনুমান করা হচ্ছে এই ফিচার সর্বসাধারণের জন্য লঞ্চ হতে কিছুটা দেরি রয়েছে।
3/10

হোয়াটসঅ্যাপের ডিসঅ্যাপিয়ারিং মেসেজ ফিচারের সাহায্যে একজন ইউজার অন্য ইউজারকে মেসেজ পাঠালে তা ওই চ্যাটবক্সে নির্দিষ্ট সময় থাকার পর আপনা থেকে ডিলিট হয়ে যাবে।
4/10

তবে এই kept মেসেজ ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপের ডিসঅ্যাপিয়ারিং মেসেজও সেভ থাকবে। হোয়ায়টসঅ্যাপ ট্র্যাকার Wabetainfo সবার প্রথমে এই ফিচার লক্ষ্য করেছে।
5/10

Wabetainfo- র মাধ্যমে জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপের নতুন Kept মেসেজ ফিচারের সাহায্যে চ্যাটবক্সে থাকা ডিসঅ্যাপিয়ারিং মেসেজ অটোম্যাটিক ভাবে ডিলিট হয়ে যাবে না। সাময়িক ভাবে সেভ থাকবে।
6/10

যদি কোনও ইউজার এই ডিসঅ্যাপিইয়ারিং মেসেজ হোয়াটসঅ্যাপে সেভ করতে না চান তাহলে un-keep করার সুবিধাও থাকবে ইউজারদের জন্য।
7/10

এই অপশন ক্লিক করলে হোয়াটসঅ্যাপে থাকা ডিসঅ্যাপিয়ারিং মেসেজগুলো ডিলিট হয়ে যাবে, সেভ হবে না।
8/10

এবার থেকে প্রক্সি সার্ভারের মাধ্যমে ইন্টারনেট না থাকলেও চালাতে পারবেন হোয়াটসঅ্যাপ। শুধু মোবাইল ইন্টারনেট নয় আপনার এলাকায় ইন্টারনেট না থাকলেও আপনি হোয়াটসঅ্যাপ পরিষেবা ব্যবহার করতে পারবেন।
9/10

এই বৈশিষ্ট্যটির সাহায্যে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা বিশ্বজুড়ে স্বেচ্ছাসেবক ও সংস্থাগুলির প্রক্সি সার্ভার সেটআপের মাধ্যমে একে অপরের সঙ্গে সংযুক্ত থাকবে।
10/10

অর্থাৎ, আপনি যখন প্রক্সি সার্ভারের সাথে যুক্ত হবেন, তখনই আপনি ইন্টারনেট ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। ছবি সূত্র- পিক্সেলস।
Published at : 07 Jan 2023 05:51 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















