এক্সপ্লোর
First Sunrise: ভোর ভোর ঘুম ভাঙে কোমল আলোর স্পর্শে, প্রথম সূর্যোদয় দেখার সৌভাগ্য কোন দেশের জানেন!
Earth Science: এক এক দেশে, দিন -রাত হয় এক এক দিন। সেই নিরিখে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়ও ভিন্ন। কিন্তু দিনের প্রথম সূর্যোদয় কোথায় ঘটে, রয়েছে নানা তত্ত্ব।
ছবি: পিক্সাবে।
1/10

পূর্বে উদয়, পশ্চিমে অস্ত যেতে দেখে সূর্যই পৃথিবীর চারিদিকে ঘুরছ বলে ধারণা জন্মেছিল। আজও সেই ধারণা নিয়ে বেঁচে রয়েছেন কিছু মানুষ। একই সঙ্গে পৃথিবীর বুকে কোথায় প্রথম সূর্যের আলো এসে পড়ে, তা নিয়েও শেষ নেই কৌতূহলের।
2/10

কোথায় প্রথম সূর্যোদয় ঘটে, বিশ্বের কোন প্রান্তের মানুষ সূর্যের প্রথম আলো গায়ে মাখার সুযোগ পান, জানতে আগ্রহী অনেকেই। কিন্তু উত্তর মোটেই সোজা নয়।
Published at : 18 Feb 2023 12:29 PM (IST)
আরও দেখুন






















