এক্সপ্লোর
দুর্ঘটনার আশঙ্কা থাকলেই চালককে সতর্ক করবে ভলভোর নতুন "এস সিক্সটি", আর কী কী থাকছে গাড়িটিতে?
![](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/12/16204619/car.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
1/6
![ভারতের বাজারে টি ফোর টার্বো পেট্রোল মোডেই পাওয়া যাবে নতুন](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/12/16200414/IMG20201130185915.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ভারতের বাজারে টি ফোর টার্বো পেট্রোল মোডেই পাওয়া যাবে নতুন "এস সিক্সটি"। ১৯০ বিএইচপি এবং ৩২০ এনএম রয়েছে ২.০ টার্বো গাড়িতে। পাওয়ারের চেয়েও জোর দেওয়া হয়েছে বিলাসিতার দিকে। গাড়িটিতে রয়েছে ৮ স্পিড অটোমেটিক গিয়ার। তবে ইঞ্জিনটির আওয়াজ বেশি। কম দামে যাঁরা বিলাসবহুল গাড়ি খুঁজছেন, তাঁদের মুশকিল আসান হতে পারে "এস সিক্সটি"। গাড়িটির নকশা, গুণগত মান, বৈশিষ্ট্য সুরক্ষাব্যবস্থা, স্পেস, ইন্টিরিয়র চোখে পড়ার মতো। তবে গতি বা ড্রাইভিং ফান-এ কিছুটা পিছিয়ে থাকবে।
2/6
![পিছনের সিটে রয়েছে অনেক বেশি জায়গা। দুজন যাত্রী আরামদায়কভাবে বসতে পারবেন। তবে সেন্টার টানেলের জন্য মাঝের বসার জায়গা নেই, যা একটি নেতিবাচক দিক। হার্মান কার্ডনের অডিও সিস্টেম, সানরুফ, ফোর জোন ক্লাইমেট কন্ট্রোল, ওয়ারলেস চার্জিং গাড়িটির অত্যাধুনিক প্রযুক্তির অন্যতম।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/12/16200402/IMG20201130165003.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পিছনের সিটে রয়েছে অনেক বেশি জায়গা। দুজন যাত্রী আরামদায়কভাবে বসতে পারবেন। তবে সেন্টার টানেলের জন্য মাঝের বসার জায়গা নেই, যা একটি নেতিবাচক দিক। হার্মান কার্ডনের অডিও সিস্টেম, সানরুফ, ফোর জোন ক্লাইমেট কন্ট্রোল, ওয়ারলেস চার্জিং গাড়িটির অত্যাধুনিক প্রযুক্তির অন্যতম।
3/6
![আগের চেয়েও](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/12/16200350/IMG20201130164731.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আগের চেয়েও "এস সিক্সটি"র নতুন সংস্করণে জায়গা অনেক বেশি। অনেকে এর সঙ্গে "এস নাইন্টি"র প্রচুর মিল দেখে থাকতে পারেন। দুটি গাড়ির মধ্যে তফাত সামান্যই। নতুন "এক সিক্সটি"-তে রয়েছে আকর্ষণীয় হেডল্যাম্প, দুর্দান্ত রিয়ার-এন্ড ডিজাইন। রয়েছে টাচস্ক্রিন, কেবিন ও ড্যাশবোর্ড পুরো কালো রংয়ের। কেবিনে ব্যবহৃত লেদার, সুইচের গুণগত মান দুর্দান্ত।
4/6
![সামনে কোনও গাড়ির সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে মনে করলেই চালককে সতর্ক করবে এই গাড়ির সেন্সর। রাস্তায় সামনে কোথায় কী আছে, সে সম্পর্কেও চালককে অবিরাম তথ্য দিতে থাকবে এই গাড়ি।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/12/16200339/IMG20201130161113.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সামনে কোনও গাড়ির সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে মনে করলেই চালককে সতর্ক করবে এই গাড়ির সেন্সর। রাস্তায় সামনে কোথায় কী আছে, সে সম্পর্কেও চালককে অবিরাম তথ্য দিতে থাকবে এই গাড়ি।
5/6
![গাড়িটির সুরক্ষা ব্যবস্থার অন্যতম, অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল, পাইলট অ্যাসিস্ট, সিটি সেফটি, লেন কিপিং এইড আর অনকামিং মিটিগেশন। ক্যামেরা আর সেন্সর অবশ্য একটু জটিল। লেন ভুল করলে চালককে বার্তা দেয় স্বয়ংক্রিয়ভাবে। তবে আকর্ষণীয় হল এর পরের ধাপ। যেখানে পাইলট অ্যাসিস্ট পদ্ধতি চালককে সঠিক লেনে ফিরতে তো সাহায্য করেই, পাশাপাশি সামনের গাড়ি থেকে নিরাপদ দূরত্ব রাখতে সহায়তা করে।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/12/16200328/IMG20201130155845.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
গাড়িটির সুরক্ষা ব্যবস্থার অন্যতম, অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল, পাইলট অ্যাসিস্ট, সিটি সেফটি, লেন কিপিং এইড আর অনকামিং মিটিগেশন। ক্যামেরা আর সেন্সর অবশ্য একটু জটিল। লেন ভুল করলে চালককে বার্তা দেয় স্বয়ংক্রিয়ভাবে। তবে আকর্ষণীয় হল এর পরের ধাপ। যেখানে পাইলট অ্যাসিস্ট পদ্ধতি চালককে সঠিক লেনে ফিরতে তো সাহায্য করেই, পাশাপাশি সামনের গাড়ি থেকে নিরাপদ দূরত্ব রাখতে সহায়তা করে।
6/6
![স্বয়ংক্রিয় গাড়িই কি আমাদের ভবিষ্যৎ? এখনই সেই সম্ভাবনা হয়তো নেই। তবে আধা-স্বয়ংক্রিয় গাড়ি এখন ভারতের বাজারেও এসে গিয়েছে। গাড়ি প্রস্তুতকারী সংস্থা ভলভো বেশ কয়েকবছর আগেই র্যাডার-নির্ভর সুরক্ষা ব্যবস্থাসমৃদ্ধ এসইউভি নিয়ে এসেছিল। যে প্রযুক্তি রয়েছে ভলভোর নতুন আকর্ষণ](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/12/16200316/IMG20201130154211.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
স্বয়ংক্রিয় গাড়িই কি আমাদের ভবিষ্যৎ? এখনই সেই সম্ভাবনা হয়তো নেই। তবে আধা-স্বয়ংক্রিয় গাড়ি এখন ভারতের বাজারেও এসে গিয়েছে। গাড়ি প্রস্তুতকারী সংস্থা ভলভো বেশ কয়েকবছর আগেই র্যাডার-নির্ভর সুরক্ষা ব্যবস্থাসমৃদ্ধ এসইউভি নিয়ে এসেছিল। যে প্রযুক্তি রয়েছে ভলভোর নতুন আকর্ষণ "এস সিক্সটি"-র নয়া সংস্করণেও। আগামী বছরেই ভারতে আসছে "এক সিক্সটি"। তার আগে গাড়িটির খুঁটিনাটি খতিয়ে দেখলাম আমরা।
Published at :
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
লাইফস্টাইল-এর
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)