এক্সপ্লোর
দুর্ঘটনার আশঙ্কা থাকলেই চালককে সতর্ক করবে ভলভোর নতুন "এস সিক্সটি", আর কী কী থাকছে গাড়িটিতে?
1/6

ভারতের বাজারে টি ফোর টার্বো পেট্রোল মোডেই পাওয়া যাবে নতুন "এস সিক্সটি"। ১৯০ বিএইচপি এবং ৩২০ এনএম রয়েছে ২.০ টার্বো গাড়িতে। পাওয়ারের চেয়েও জোর দেওয়া হয়েছে বিলাসিতার দিকে। গাড়িটিতে রয়েছে ৮ স্পিড অটোমেটিক গিয়ার। তবে ইঞ্জিনটির আওয়াজ বেশি। কম দামে যাঁরা বিলাসবহুল গাড়ি খুঁজছেন, তাঁদের মুশকিল আসান হতে পারে "এস সিক্সটি"। গাড়িটির নকশা, গুণগত মান, বৈশিষ্ট্য সুরক্ষাব্যবস্থা, স্পেস, ইন্টিরিয়র চোখে পড়ার মতো। তবে গতি বা ড্রাইভিং ফান-এ কিছুটা পিছিয়ে থাকবে।
2/6

পিছনের সিটে রয়েছে অনেক বেশি জায়গা। দুজন যাত্রী আরামদায়কভাবে বসতে পারবেন। তবে সেন্টার টানেলের জন্য মাঝের বসার জায়গা নেই, যা একটি নেতিবাচক দিক। হার্মান কার্ডনের অডিও সিস্টেম, সানরুফ, ফোর জোন ক্লাইমেট কন্ট্রোল, ওয়ারলেস চার্জিং গাড়িটির অত্যাধুনিক প্রযুক্তির অন্যতম।
Published at :
আরও দেখুন






















