সামারের দিদি স্টিভি পরে টুইটারে শেয়ার করে এই ছবি। সে লেখে, ‘আজ আমার বোন সামারের ওপর পাখিতে হামলা চালিয়েছে। পড়শিরা যে ছবি তুলেছে তা দেখে আমার ভীষণ হাসি পাচ্ছে’। সামার অবশ্য হাসেনি একটুও।
2/5
এক প্রতিবেশী তাকে মাটি থেকে তুলে নিয়ে সুরক্ষিত জায়গায় নিয়ে যান। তবে তার কোনও ক্ষতি হয়নি।
3/5
ছবিতে দেখা যাচ্ছে, কীভাবে হাঁসের হামলা থেকে বাঁচতে প্রথমে পালানোর চেষ্টা করে মেয়েটি। তারপর মাটিতে শুয়ে চিৎকার করে কাঁদতে থাকে।
4/5
হিউস্টনের সামার গিডেন তার দিদি স্টিভি আর অন্য বাচ্চাদের সঙ্গে প্রতিবেশীর বাড়িতে খেলছিল। তখন একটি মা হাঁস তার ওপর আচমকা আক্রমণ করে। ক্যামেরাবন্দি হয় সেই ছবি।
5/5
কোনও জন্তু জানোয়ার নয়, ৫ বছরের এই মেয়েটির ওপর হামলা চালিয়েছে নেহাতই নিরীহ বলে পরিচিত একটি হাঁস। আমেরিকার হিউস্টনের এই ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।