এই সম্মেলন শুরু হওয়ার আগে শনিবার বিখ্যাত স্বর্ণমন্দিরে গেলেন মোদী ও গনি
2/11
শনিবার সন্ধ্যায় অমৃতসর পৌঁছন গনি। তিনি হার্ট অফ এশিয়া সম্মেলনে শান্তি ও স্থিতাবস্থার জন্য উদ্যোগ নেওয়ার আহ্বান জানাবেন বলেই মনে করছে পর্যবেক্ষক মহল
3/11
মোদী ও গনি প্রায় আধঘণ্টা স্বর্ণমন্দিরে কাটান। ঠান্ডা উপেক্ষা করেই তাঁরা ঘুরে বেড়ান, লোকজনের সঙ্গে কথা বলেন
4/11
ফুল ও আলোর মালায় সাজানো হয়েছিল স্বর্ণমন্দির। মোদী ও গনিকে মন্দিরের বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখানো হয়
5/11
হার্ট অফ এশিয়া সম্মেলনে যোগ দিতে পঞ্জাবের অমৃতসরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরফ গনি সহ বিভিন্ন দেশের নেতারা
6/11
হার্ট অফ এশিয়া সম্মেলনের ফাঁকে মোদী ও গনির বৈঠকে দু দেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে
7/11
হার্ট অফ এশিয়া সম্মেলনে যোগ দিতে আসা রাষ্ট্রনেতাদের সম্মানে বিশেষ নৈশভোজের আয়োজন করেছে পঞ্জাব সরকার। অমৃতসরের উপকণ্ঠে একটি ঐতিহ্যমণ্ডিত গ্রামে এই নৈশভোজের মাধ্যমে পঞ্জাবের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হবে
8/11
স্বর্ণমন্দির কর্তৃপক্ষ দুই রাষ্ট্রনেতাকে শিরোপা, শাল, বই এবং ২৪ ক্যারট সোনা দিয়ে তৈরি স্বর্ণমন্দিরের রেপ্লিকা উপহার দেন
9/11
নতুন করে সেজে ওঠা হেরিটেজ করিডর দিয়ে হেঁটে হরমন্দির সাহিবে পৌঁছন দুই রাষ্ট্রনেতা
10/11
রাজনৈতিক মহলের বক্তব্য, পঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শিখ সম্প্রদায়ের মানুষকে কাছে টানার লক্ষ্যেই স্বর্ণমন্দিরে এলেন মোদী
11/11
গনিকে পাশে নিয়ে স্বর্ণমন্দিরের লঙ্গরখানায় খাবার পরিবেশন করেন মোদী