গত ১৫ মে থেকে প্রবল বর্ষণ অসমের বিভিন্ন এলাকায়। তার জেরে হু হু করে বাড়ছে ব্রহ্মপুত্রের জল। ইতিমধ্যেই ব্রহ্মপুত্র নদের জল প্লাবিত করেছে অসমের ৫টি জেলা।
2/7
রে বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্রের জল। লখিমপুর, ধেমাজি, ডিব্রুগড়, গোয়ালপাড়া, কামরূপ সহ একাধিক জেলা বন্যার কবলে।
3/7
গোয়ালপাড়া জেলার প্রায় ৯ হাজার মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। জলে ভেসে গেছে প্রায় ১২৭টি এলাকার ৫৭৯ হেক্টর এলাকা।
4/7
গোয়ালপাড়া জেলার প্রায় ৯ হাজার মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন।
5/7
মে ২৪-২৬, আইএমডি-র তরফে রেড ওয়েদার অ্যালার্ট জারি করা হয়েছে।
6/7
জলে ভেসে গেছে প্রায় ১২৭টি এলাকার ৫৭৯ হেক্টর এলাকা।