কিয়া-র অন্যান্য গাড়িগুলির মতোই এক্স-লাইনেও একই ধরনের ইঞ্জিন থাকছে। সেল্টোসের কততম সংস্করণ হিসেবে এই গাড়িটি বাজারে আসবে, সেটা অবশ্য এখনও জানা যায়নি।
2/5
এক্স-লাইনের রং কালো হলেও, ম্যাট পেন্টিংয়ের ফলে আকর্ষণ বেড়েছে। শুধু এক্স-লাইনেই এই রং দেখা যাবে।
3/5
সেল্টোস এক্স-লাইনের ডিজাইন অন্য গাড়িগুলির চেয়ে আলাদা। এই গাড়ি দেখতে অত্যন্ত আকর্ষণীয়। গোটা গাড়িটির রংই করা হয়েছে কালো।
4/5
ভারতের বাজারে আসার পরেই সাফল্য পেয়েছে কিয়া সেল্টোস। প্রতি মাসে প্রায় ১৫ হাজার গাড়ি বিক্রি হচ্ছে। সংস্থার আশা, সেল্টোসের নতুন মডেল বাজারে এলে বিক্রি বাড়বে। অটো এক্সপোতেই আকর্ষণের কেন্দ্রে ছিল এই গাড়ি। ফলে ভারতে সেল্টোসের নতুন সংস্করণের বিক্রি আরও বেশি হবে বলেই আশা।
5/5
এবারের অটো এক্সপোতে কিয়া সেল্টোসের নতুন সংস্করণ এক্স-লাইন দেখা গিয়েছে। শোনা যাচ্ছে, কিছুদিনের মধ্যেই ভারতের বাজারে দেখা যেতে পারে কিয়া-র এই নতুন মডেলের গাড়ি।