এক্সপ্লোর
রবিবারের ম্যাচের আম্পায়ারদের সঙ্গে তুলনা সংক্রান্ত ট্যুইটের বিরোধিতা কয়েকজন সরকারি ব্যাঙ্ক কর্মীর, জবাব দিলেন সহবাগও
1/8

অন্য এক ব্যাঙ্ক অফিসার বলেন, তিনি কখনও গ্রাহকদের লাঞ্চের পর আসতে বলেন না। এর জবাবে সহবাগ লেখেন, ব্যতিক্রম রয়েছে। কিন্তু সরকারি ব্যাঙ্ক গ্রাহকদের সঙ্গে এখনও রবিবারের ম্যাচে প্লেয়ারদের সঙ্গে আম্পায়ারদের মতোই আচরণ করেন।
2/8

সহবাগের এই ট্যুইটের জবাব দেন কয়েকজন ব্যাঙ্ক কর্মী। অতুল ঠাকুর নামে একজন লেখেন, তিনি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মী। তিনি কখনওই গ্রাহকদের সঙ্গে এমন ব্যবহার করেন না। এর জবাবে সহবাগ অতুলকে ব্যতিক্রম বলে উল্লেখ করেন।
Published at : 05 Feb 2018 05:52 PM (IST)
Tags :
SehwagView More





















