‘ম্যায় হু না’ ছবিতে সুস্মিতা সেন। সিফন শাড়ি, সেক্সি ব্লাউস, মোহময়ী হাসি, গ্ল্যামারস এই অবতারে সুস্মিতাকে দেখা গিয়েছিল ‘ম্যায় হু না’ ছবিতে। লাস্যময়ী সুস্মিতাকে দেখে মনের মধ্যে বেহালা বেজে উঠত সেনা অফিসার শাহরুখের হৃদয়ে। ছবিতে যে কলেজে সুস্মিতা পড়াতে গিয়েছিলেন, সেখানে ছাত্রের ছদ্মবেশে গিয়েছিলেন বাদশা।
3/7
‘মেরা নাম জোকার’ ছবিতে সিমি গারওয়াল। সেখানে তিনি দুই পড়ুয়ার লড়াই থামাতে গিয়ে পুকুরে পড়ে যান। ওই ভিজে পোশাকে সিমিকে দেখে তৎক্ষনাৎ তাঁর প্রেমে পড়ে যান কিশোর এবং ছবিতে সিমির ছাত্র ঋষি কপূর।
4/7
‘পাঠশালা’ ছবিতে শাহিদ কপূর ছিলেন শিক্ষকের ভূমিকায়। তবে তাঁর মতো সুন্দর, সুঠাম চেহারার শিক্ষক পাওয়া সকল পড়ুয়ারই স্বপ্ন। ছবিতে দেখা গিয়েছিল তাঁর ক্লাস সবসময়ই ভর্তি থাকত।
5/7
‘অ্যা ফ্লাইং জাঠ’ ছবিতে শিক্ষকের ভূমিকায় দেখা গিয়েছে নবাগত টাইগার শ্রফকে। তিনি ছবিতে মার্শাল আর্টের ওপর ক্লাস দিতেন পড়ুয়াদের। এদিকে ছবিতে পরিবেশ সংক্রান্ত সাবজেক্ট নিয়ে পড়াতেন জ্যাকলিন। তবে তাঁর ক্লাসে পড়ুয়াদের কতটা ভিড় ছিল, সে নিয়ে প্রশ্ন রয়েছে।
6/7
‘বার বার দেখো’ ছবিতে সিদ্ধার্থ মালহোত্রা অঙ্কের শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছেন। তবে ছবিটি এখনও মুক্তির অপেক্ষায় রয়েছে।
7/7
‘মোহব্বাতে’ ছবিতে শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছিলেন শাহরুখ খান। সেখানে তিনি পড়ুয়াদের শিখিয়েছিলেন বেহালা বাজাতে, প্রেমে পড়তে, ভালবাসতে। এছাড়াও তিনি ‘চক দে ইন্ডিয়া’ ছবিতে হোকি কোচের ভূমিকায় অভিনয় করেছিলেন।