তাঁর আশা ছিল, রাজ্যের মানুষ খারাপ রাস্তার ছবি তুলে সেই নম্বরে পাঠিয়ে দেবেন এবং সেই অনুযায়ী রাস্তা সারানো হবে
2/7
বিহারের উপ মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব ভাঙাচোরা রাস্তার খবর জানার জন্য রাজ্যের মানুষকে একটি হোয়াটসঅ্যাপ নম্বর দেন
3/7
হোয়াটসঅ্যাপে এত বার্তা আসার কথা জানতে পেরে তেজস্বী মজা করে বলেছেন, ভাগ্যিস তিনি এখনও অবিবাহিত। না হলে এই বিষয়টি নিয়ে সমস্যায় পড়তে হত
4/7
বিহারের সড়ক নির্মাণ দফতরের এক আধিকারিক বলেছেন, গত দু সপ্তাহে তেজস্বীর জন্য কয়েকশো ব্যক্তিগত বার্তা এসেছে
5/7
মন্ত্রী হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ার সাহায্যে রাজ্যের মানুষের সমস্যার কথা জেনে তাঁদের সাহায্য করার উদ্যোগ নিয়েছেন তেজস্বী। গত বছরের ডিসেম্বরে সীতামারি জেলার এক ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র প্রাপ্য স্কলারশিপ না পেয়ে ফেসবুকে তেজস্বীকে জানান। এরপরেই উপ মুখ্যমন্ত্রী নির্দেশে ওই ছাত্রকে স্কলারশিপের অর্থ দেওয়া হয়
6/7
২৬ বছরের তেজস্বী ও তাঁর দাদা তেজ প্রতাপ দু জনেই অবিবাহিত। বহু তরুণীই তাঁদের অনুরাগী
7/7
কিন্তু তরুণীরা সেই নম্বরে তেজস্বীর উদ্দেশে ব্যক্তিগত বার্তা পাঠাচ্ছেন। তাঁদের ধারণা, যে নম্বর দেওয়া হয়েছে সেটি তেজস্বীর নিজস্ব নম্বর