৫ বছরের মেয়ের হাত ধরে এসেছিলেন মেলায়। কিন্তু, মেয়েকে সঙ্গে নিয়ে আর বাড়ি ফিরতে পারেননি কালনার ধাত্রীগ্রামের বাসিন্দা সাবিত্রী বর্মন। গতকাল রাতের নৌকাডুবির পর থেকেই নিখোঁজ তাঁর ৫ বছরের শিশু লক্ষ্মী। এখনও পর্যন্ত শিশুটির কোনও খোঁজ মেলেনি। এদিকে, কালনা ঘাটে থমকে রয়েছে উদ্ধারকাজ। যা ঘিরে তীব্র অসন্তোষ দানা বেধেছে এলাকাবাসীর মধ্যে।