অনুভব সিনহা লেখেন, নারীশক্তি সবসময়ই বেশী শক্তিশালী।
3/9
দীপিকার পদক্ষেপেপ প্রশংসা করেন রীচা চড্ডাও।
4/9
দীপিকার পাশে দাঁড়ান পূজা ভাট ও।
5/9
প্রথম থেকেই জেএনইউ-র হামলার বিরুদ্ধে সরব হয়েছিলেন স্বরা ভাস্কর। এদিন দীপিকাকে পাশে থাকার জন্য ধন্যবাদ দেন তিনি। স্বরা আরো লেখেন, যারা এই হামলার বিরুদ্ধে গলা তুলেছেন তাদের সাধুবাদ।
6/9
মেয়েদের শক্তিকে তুলে ধরার পাশাপাশি দীপিকার নতুন ছবি ‘ছপাক’-এর কথা ও উল্লেখ করেন তিনি।
7/9
দীপিকা জেএনইউতে যাওয়ার খবর চাউর হতেই ট্যুইটারে সাধুবাদের ঝড়। বিটাউনের বিভিন্ন সেলেব শুভেচ্ছা জানান দীপিকাকে, কুর্নিশ জানান তাঁর সাহস কে, ধন্যবাদ জানান ছাত্র-ছাত্রীদের পাশে থাকার জন্য। অনুরাগ কশ্যপ ট্যুইট করে শুভেচ্ছা জানান।
8/9
টিনসেল টাউনের অন্যতম অভিনেত্রী জেএনইউ ক্যাম্পাসে পা রাখতেই উচ্ছাস ছাত্র-ছাত্রীদের চোখে মুখে। ঐশী সহ সবার সঙ্গে দেখা করে কথা বলেন দীপিকা। সঙ্গে থাকার বার্তা দেন, সাহস দেন। তীব্র প্রতিবাদ করেন ঘটনার।
9/9
জেএনইউ ক্যাম্পাসে বলিউডের ‘পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। দেখা করলেন, কথা বললেন আক্রান্ত ছাত্র-ছাত্রীদের সঙ্গে। গত রবিবার সন্ধ্যায় টানা দুঘন্টা ধরে জেএনইউয়ের ক্যাম্পাসে তান্ডব চালায় মুখোশধারী দুষ্কৃতীরা যারা বিজেপি-আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপির সদস্য বলে অভিযোগ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ও বাম ছাত্র সংগঠন ও বিরোধী দলগুলির। জখম হন সংসদের সভানেত্রী ঐশী ঘোষ সহ একাধিক ছাত্রছাত্রী। তাদের বাঁচাতে গিয়ে আঘাত পান অধ্যাপিকা সুচরিতা সেন সহ অনেকে। রবিবারের ঘটনার প্রতিবাদে আজ সন্ধ্যায় জেএনইউয়ে সভার আয়োজন করে পড়ুয়ারা। সেখানে সেখানকার ছাত্র সংসদের প্রাক্তন নেতা কানহাইয়া কুমার সহ অনেকে ভাষণ দেন। সেখানেই হাজির হন দীপিকা।