এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
করোনার কবলে প্রিন্স চার্লস থেকে টম হ্যাঙ্কস, ক্রিস্টোফার হিভিউ! দেখে নিন কোন কোন তারকার রিপোর্টে মিলল কোভিড-১৯ ভাইরাস
![](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/03/29031246/Idris-Elba-Placido-Domingo-Olga-Kurylenko-Tom-Hanks-Kristofer-Hivju.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
1/14
![নোভেল করোনায় আক্রান্ত কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রী। ফ্লুয়ের মতো উপসর্গ থাকায়, সস্ত্রীক স্বেচ্ছাবন্দি থাকার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তাঁর স্ত্রী সোফি গ্রেগরি-ট্রুডো। পরীক্ষায় ধরা পড়ে চিনা ভাইরাসে আক্রান্ত কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রী। ছবি- ইনস্টাগ্রাম](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/03/29023953/Sophie-Trudeua-Justin-Trudeau.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নোভেল করোনায় আক্রান্ত কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রী। ফ্লুয়ের মতো উপসর্গ থাকায়, সস্ত্রীক স্বেচ্ছাবন্দি থাকার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তাঁর স্ত্রী সোফি গ্রেগরি-ট্রুডো। পরীক্ষায় ধরা পড়ে চিনা ভাইরাসে আক্রান্ত কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রী। ছবি- ইনস্টাগ্রাম
2/14
![করোনা আক্রান্ত মিকেল আর্তেতা। ছবি- ইনস্টাগ্রাম](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/03/29015032/Mikel-Arteta.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
করোনা আক্রান্ত মিকেল আর্তেতা। ছবি- ইনস্টাগ্রাম
3/14
![গোটা বিশ্বে মহামারীর রূপ নিয়েছে কোভিড ১৯। দেশ থেকে বিদেশ, লাফিয়ে বাড়ছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ। করোনার কবল থেকে রেহাই পাচ্ছেন না কেউই। এক ঝলকে দেখে নিন করোনায় আক্রান্ত হয়েছেন কোন কোন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে অভিনেতা, খেলোয়াড়রা।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/03/29011030/Idris-Elba-Placido-Domingo-Olga-Kurylenko-Tom-Hanks-Kristofer-Hivju.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
গোটা বিশ্বে মহামারীর রূপ নিয়েছে কোভিড ১৯। দেশ থেকে বিদেশ, লাফিয়ে বাড়ছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ। করোনার কবল থেকে রেহাই পাচ্ছেন না কেউই। এক ঝলকে দেখে নিন করোনায় আক্রান্ত হয়েছেন কোন কোন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে অভিনেতা, খেলোয়াড়রা।
4/14
![এনবিএ তারকা কেভিন ডুরান্টের টেস্ট রিপোর্টও করোনা পজিটিভ। ব্রুকলিন নেটের চারজন বাস্কেটবল খেলোয়াড়ের তিনি অন্যতম। ছবি- ইনস্টাগ্রাম](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/03/29010912/Kevin-Durant.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এনবিএ তারকা কেভিন ডুরান্টের টেস্ট রিপোর্টও করোনা পজিটিভ। ব্রুকলিন নেটের চারজন বাস্কেটবল খেলোয়াড়ের তিনি অন্যতম। ছবি- ইনস্টাগ্রাম
5/14
![‘ম্যান্ডেলা: লঙ ওয়াক টু ফ্রিডম’ ছবির অভিনেতা ইড্রিস অ্যালবা আক্রান্ত হয়েছেন কোভিড ১৯ ভাইরাসে। সম্প্রতি ট্যুইটারে একটি ভিডিও মেসেজ শেয়ার করেছেন। সেখানে তিনি জানিয়েছেন, পরীক্ষার রিপোর্টে করোনা পসিটিভ এসেছে তাঁর। সেইজন্যই আইসোলোশনে রয়েছেন তিনি। অনুরাগীদের আশ্বাস দিয়ে তিনি জানিয়েছেন, আগামী দিনে তিনি তাঁর স্বাস্থ্যের খবর অবশ্যই জানাবেন।( ছবি- ট্যুইটার)](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/03/29010908/Idris-Elba.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
‘ম্যান্ডেলা: লঙ ওয়াক টু ফ্রিডম’ ছবির অভিনেতা ইড্রিস অ্যালবা আক্রান্ত হয়েছেন কোভিড ১৯ ভাইরাসে। সম্প্রতি ট্যুইটারে একটি ভিডিও মেসেজ শেয়ার করেছেন। সেখানে তিনি জানিয়েছেন, পরীক্ষার রিপোর্টে করোনা পসিটিভ এসেছে তাঁর। সেইজন্যই আইসোলোশনে রয়েছেন তিনি। অনুরাগীদের আশ্বাস দিয়ে তিনি জানিয়েছেন, আগামী দিনে তিনি তাঁর স্বাস্থ্যের খবর অবশ্যই জানাবেন।( ছবি- ট্যুইটার)
6/14
![সোশ্যাল মিডিয়া নিজের করোনা পজিটিভ হওয়ার খবর জানান ওলগা কুরিলেঙ্কো। ইনস্টাগ্রামে লেখেন তিনি, আইসোলেশনে রয়েছেন তিনি। সঙ্গে সবাইকে নিজের যত্ন নেওয়া ও সাবধানে থাকার বার্তা দেন তিনি। ছবি- ইনস্টাগ্রাম](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/03/29010902/Olga-Kurylenko.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সোশ্যাল মিডিয়া নিজের করোনা পজিটিভ হওয়ার খবর জানান ওলগা কুরিলেঙ্কো। ইনস্টাগ্রামে লেখেন তিনি, আইসোলেশনে রয়েছেন তিনি। সঙ্গে সবাইকে নিজের যত্ন নেওয়া ও সাবধানে থাকার বার্তা দেন তিনি। ছবি- ইনস্টাগ্রাম
7/14
![তিন তিনবার করোনা পরীক্ষা করা হয় বলিউডের গায়িকা কণিকা কপূরের। তিনটি পরীক্ষাতেই পজিটিভ এসেছে রিপোর্ট। হাসপাতালেই রয়েছেন তিনি। ছবি- ইনস্টাগ্রাম](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/03/29010553/Tweet-of-Kanika-Kapoor.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তিন তিনবার করোনা পরীক্ষা করা হয় বলিউডের গায়িকা কণিকা কপূরের। তিনটি পরীক্ষাতেই পজিটিভ এসেছে রিপোর্ট। হাসপাতালেই রয়েছেন তিনি। ছবি- ইনস্টাগ্রাম
8/14
![করোনায় আক্রান্ত বাস্কেটবল খেলোয়াড় ২৭ বছরের রুডি গোবের। তাঁর জন্য প্রার্থনা করা ও চিন্তা করার জন্য সমস্ত অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। ছবি- ইনস্টাগ্রাম](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/03/29010545/Rudy-Gobert.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
করোনায় আক্রান্ত বাস্কেটবল খেলোয়াড় ২৭ বছরের রুডি গোবের। তাঁর জন্য প্রার্থনা করা ও চিন্তা করার জন্য সমস্ত অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। ছবি- ইনস্টাগ্রাম
9/14
![করোনা পজিটিভ অ্যাচেল ম্যাথিউজও। ‘ফ্রোজেন ২’ ছবিতে কন্ঠশিল্পী ছিলেন তিনি। নিজেই ইনস্টাগ্রামে অসুস্থতার কথা জানান তিনি। ছবি- ইনস্টাগ্রাম](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/03/29010539/Rachel-Matthews.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
করোনা পজিটিভ অ্যাচেল ম্যাথিউজও। ‘ফ্রোজেন ২’ ছবিতে কন্ঠশিল্পী ছিলেন তিনি। নিজেই ইনস্টাগ্রামে অসুস্থতার কথা জানান তিনি। ছবি- ইনস্টাগ্রাম
10/14
![করোনার হানা ব্রিটেনের রাজ পরিবারেও। করোনায় আক্রান্ত প্রিন্স চার্লস। স্ত্রী ক্যামিলা রয়েছেন আইসোলেশনে। আগেই লন্ডন ছেড়েছেন রানি এলিজাবেথ। ব্রিটেনে করোনায় মারা গিয়েছেন ৪২২ জন। আক্রান্ত ৮ হাজারের বেশি মানুষ। রাজ পরিবারের একজন মুখপাত্র বলেছেন, ৭১ বছর বয়সী প্রিন্স চার্লসের শরীরে করোনার সামান্য কিছু লক্ষণ রয়েছে। তবে এমনিতে সুস্থ রয়েছেন যুবরাজ। উদ্বিগ্ন হওয়ার মতো কিছু হয়নি। প্রিন্স চার্লসের ৭২ বছর বয়সী স্ত্রী, ডাচেস অফ কর্নওয়াল ক্যামিলারও পরীক্ষা করা হয়েছিল। তবে তাঁর শরীরে চিনা ভাইরাস নেই। আপাতত কোয়ারেন্টিনে রাখা হয়েছে তাঁকে। ছবি- গেটি ইমেজরোনার হানা ব্রিটেনের রাজ পরিবারেও। করোনায় আক্রান্ত প্রিন্স চার্লস। স্ত্রী ক্যামিলা রয়েছেন আইসোলেশনে। আগেই লন্ডন ছেড়েছেন রানি এলিজাবেথ। ব্রিটেনে করোনায় মারা গিয়েছেন ৪২২ জন। আক্রান্ত ৮ হাজারের বেশি মানুষ। রাজ পরিবারের একজন মুখপাত্র বলেছেন, ৭১ বছর বয়সী প্রিন্স চার্লসের শরীরে করোনার সামান্য কিছু লক্ষণ রয়েছে। তবে এমনিতে সুস্থ রয়েছেন যুবরাজ। উদ্বিগ্ন হওয়ার মতো কিছু হয়নি। প্রিন্স চার্লসের ৭২ বছর বয়সী স্ত্রী, ডাচেস অফ কর্নওয়াল ক্যামিলারও পরীক্ষা করা হয়েছিল। তবে তাঁর শরীরে চিনা ভাইরাস নেই। আপাতত কোয়ারেন্টিনে রাখা হয়েছে তাঁকে।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/03/29010532/Prince-Charles.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
করোনার হানা ব্রিটেনের রাজ পরিবারেও। করোনায় আক্রান্ত প্রিন্স চার্লস। স্ত্রী ক্যামিলা রয়েছেন আইসোলেশনে। আগেই লন্ডন ছেড়েছেন রানি এলিজাবেথ। ব্রিটেনে করোনায় মারা গিয়েছেন ৪২২ জন। আক্রান্ত ৮ হাজারের বেশি মানুষ। রাজ পরিবারের একজন মুখপাত্র বলেছেন, ৭১ বছর বয়সী প্রিন্স চার্লসের শরীরে করোনার সামান্য কিছু লক্ষণ রয়েছে। তবে এমনিতে সুস্থ রয়েছেন যুবরাজ। উদ্বিগ্ন হওয়ার মতো কিছু হয়নি। প্রিন্স চার্লসের ৭২ বছর বয়সী স্ত্রী, ডাচেস অফ কর্নওয়াল ক্যামিলারও পরীক্ষা করা হয়েছিল। তবে তাঁর শরীরে চিনা ভাইরাস নেই। আপাতত কোয়ারেন্টিনে রাখা হয়েছে তাঁকে। ছবি- গেটি ইমেজরোনার হানা ব্রিটেনের রাজ পরিবারেও। করোনায় আক্রান্ত প্রিন্স চার্লস। স্ত্রী ক্যামিলা রয়েছেন আইসোলেশনে। আগেই লন্ডন ছেড়েছেন রানি এলিজাবেথ। ব্রিটেনে করোনায় মারা গিয়েছেন ৪২২ জন। আক্রান্ত ৮ হাজারের বেশি মানুষ। রাজ পরিবারের একজন মুখপাত্র বলেছেন, ৭১ বছর বয়সী প্রিন্স চার্লসের শরীরে করোনার সামান্য কিছু লক্ষণ রয়েছে। তবে এমনিতে সুস্থ রয়েছেন যুবরাজ। উদ্বিগ্ন হওয়ার মতো কিছু হয়নি। প্রিন্স চার্লসের ৭২ বছর বয়সী স্ত্রী, ডাচেস অফ কর্নওয়াল ক্যামিলারও পরীক্ষা করা হয়েছিল। তবে তাঁর শরীরে চিনা ভাইরাস নেই। আপাতত কোয়ারেন্টিনে রাখা হয়েছে তাঁকে।
11/14
![করোনা পজিটিভ স্প্যানিস অপেরা সংগীতশিল্পী প্লাসিডো ডোমিঙ্গো। জ্বর ও কাশিজনিত সমস্যা নিয়ে স্বাস্থ্যপরীক্ষা করিয়েছিলেন তিনি। রিপোর্টে করোনা পজিটিভ আসে তাঁর। ফেসবুকে নিজের অসুস্থতার কথা জানান তিনি। সঙ্গে জানান, আইসোলেশনে রয়েছেন তিনি। সবাইকে সাবধানতা অবলম্বন করা ও বাড়িতে থাকার অনুরোধও করেন তিনি। ছবি- ইনস্টাগ্রাম](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/03/29010527/Pl%C3%A1cido-Domingo.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
করোনা পজিটিভ স্প্যানিস অপেরা সংগীতশিল্পী প্লাসিডো ডোমিঙ্গো। জ্বর ও কাশিজনিত সমস্যা নিয়ে স্বাস্থ্যপরীক্ষা করিয়েছিলেন তিনি। রিপোর্টে করোনা পজিটিভ আসে তাঁর। ফেসবুকে নিজের অসুস্থতার কথা জানান তিনি। সঙ্গে জানান, আইসোলেশনে রয়েছেন তিনি। সবাইকে সাবধানতা অবলম্বন করা ও বাড়িতে থাকার অনুরোধও করেন তিনি। ছবি- ইনস্টাগ্রাম
12/14
!['গেম অফ থ্রোনস' অভিনেতা ক্রিস্টোফার হিভিউও আক্রান্ত করোনাভাইরাসে। বর্তমানে একটি জনপ্রিয় ওয়েব সিরিজে অভিনয় করছিলেন তিনি। তিনি সোশ্যাল মিডিয়ায় জানান, আইলেশনে রয়েছেন তিনি। জ্বর ছাড়া আর কোনও লক্ষণ নেই তাঁর। ছবি- ইনস্টাগ্রাম](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/03/29010516/Kristofer-Hivju.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
'গেম অফ থ্রোনস' অভিনেতা ক্রিস্টোফার হিভিউও আক্রান্ত করোনাভাইরাসে। বর্তমানে একটি জনপ্রিয় ওয়েব সিরিজে অভিনয় করছিলেন তিনি। তিনি সোশ্যাল মিডিয়ায় জানান, আইলেশনে রয়েছেন তিনি। জ্বর ছাড়া আর কোনও লক্ষণ নেই তাঁর। ছবি- ইনস্টাগ্রাম
13/14
![অস্ট্রেলিয়া সফর সেরে আসার পরেই বর্ষীয়ান অভিনেতা টম হ্যাঙ্কস এবং তাঁর স্ত্রী রিতা উইলসন আক্রান্ত হন মারণভাইরাস করোনায়। তাঁরাই প্রথম তারকা যাদের রিপোর্ট করোনা পসিটিভ আসে। নিজেই অসুস্থতার খবর দেন পুরষ্কারপ্রাপ্ত এই অভিনেতা। জানান, জ্বর নিয়েই ফিরেছিলেন তাঁরা। এরপরেই পরীক্ষায় ধরা পড়ে রোগের কথা। ছবি- ইনস্টাগ্রাম](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/03/29010507/hanks.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অস্ট্রেলিয়া সফর সেরে আসার পরেই বর্ষীয়ান অভিনেতা টম হ্যাঙ্কস এবং তাঁর স্ত্রী রিতা উইলসন আক্রান্ত হন মারণভাইরাস করোনায়। তাঁরাই প্রথম তারকা যাদের রিপোর্ট করোনা পসিটিভ আসে। নিজেই অসুস্থতার খবর দেন পুরষ্কারপ্রাপ্ত এই অভিনেতা। জানান, জ্বর নিয়েই ফিরেছিলেন তাঁরা। এরপরেই পরীক্ষায় ধরা পড়ে রোগের কথা। ছবি- ইনস্টাগ্রাম
14/14
![করোনার কবলে ফুটবলার ক্যালাম হাডনস ওডোই। রিপোর্ট পজিটিভ আসে তাঁরও।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/03/29010500/Callum-Hudson-Odoi-1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
করোনার কবলে ফুটবলার ক্যালাম হাডনস ওডোই। রিপোর্ট পজিটিভ আসে তাঁরও।
Published at : 28 Mar 2020 09:55 PM (IST)
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)