এক্সপ্লোর
দুই মহাকাশচারী সহ মহাকাশযান উত্ক্ষেপণ চিনের
1/4

মহাকাশে পাড়ি জমানোর আগে দুই মহাকাশচারী দারুন হাসিখুশি ছিলেন এবং তাঁরা সংবাদমাধ্যমের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন। মিশনের কম্যান্ডার জিং বলেছেন, কঠিন, বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ হলেও এই কাজটাই আমি করব। জংয়ের এটি তৃতীয় মহাকাশ অভিযান। যদিও চেনের এটাই প্রথম অভিযান।
2/4

চিনের সরকারি টেলিভিশন চ্যানেল এই উত্ক্ষেপণ সরাসরি সম্প্রচার করে। চিনের মানববাহী মহাকাশ ইঞ্জিনিয়ারিং অফিসের ডেপুটি ডিরেক্টর য়ু পিং বলেছেন, শেনঝৌউ-১১ দুদিনের মধ্যে পৃথিবী প্রদক্ষিণরত স্পেস ল্যাব টিয়াংগোং-২ তে পৌঁছে যাবে। দুই মহাকাশচারী এই গবেষণাগারে ৩০ দিন থাকবেন।
Published at : 17 Oct 2016 05:28 PM (IST)
Tags :
ChinaView More






















