এক্সপ্লোর
সোনার বাসনে খোদাই করা মার্কিন প্রেসিডেন্টের নাম! ছবিতে দেখে নিন ট্রাম্পের সৌজন্যে বানানো হল কী কী বিশেষ বাসন

1/7

বাসনে খোদাই করা থাকছে মার্কিন প্রেসিডেন্ট ও মার্কিন ফার্স্ট লেডির নাম।
2/7

সোনার সঙ্গে থাকছে রুপোর বাসনও।
3/7

বাসনের তালিকায় থাকছে সোনার থালা, বাটি, চামচ ও গ্লাস। থাকছে ট্রাম্প ও মেলানিয়ার নাম লেখা বাসনও।
4/7

রাজস্থানের জয়পুরে তৈরী হয়েছে ‘দ্য ট্রাম্প কালেকশন’। জয়পুরের কাটলারি ডিজাইনার অরুণ পাবুওয়াল তৈরী করেছেন এই বিশেষ বাসনগুলি। গোটা ট্রাম্প সফরে ব্যবহার করা হবে এই সব বাসনই।
5/7

সোনা বা রুপোর ওপর করা হয়েছে বিশেষ কাজ। ভারতীয় ছোঁয়া রাখতে থাকছে বিভিন্ন ডিজাইনও।
6/7

ট্রাম্পের জন্য তৈরী করা হচ্ছে ‘দ্য ট্রাম্প কালেকশন’। এই কালেকশন হল এক বিশেষ ধরনের বাসনের সেট। মার্কিন প্রেসিডেন্টের জন্য বিশেষ ভাবে বানানো এই বাসনে ব্যবহার করা হয়নি কোনও লোহাজাতীয় পদার্থ। তামা বা পেতল দিয়ে তৈরী বাসন মুড়ে দেওয়া হয়েছে সোনা বা রুপোর পাত দিয়ে।
7/7

কেবল রাজনীতি নয়, মার্কিন প্রেসিডেন্টের রসনা তৃপ্তির জন্যও বিশেষ আয়োজন নিয়ে হাজির ভারত। খাবার থেকে বিশেষ বাসন, থাকছে এলাহি ব্যবস্থা।
Published at : 24 Feb 2020 10:46 AM (IST)
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
