তবে মাস্কারা, নেল পলিশ, লিপস্টিক, কাজল খুবই পছ্ন্দ করেন অভিনেত্রী।
2/7
তবে অভিনেত্রী অদিতি রাও হায়দারি সেই সব মতামতকে তেমন প্রশয় দেন না। তিনি সেটাই পরেন, সেভাবেই ফ্যাশন করেন যাতে তিনি স্বচ্ছন্দ। অদিতি মনে করেন এক ব্যক্তির ফ্যাশন, স্টাইলের মাধ্যমে তাঁর ব্যক্তিত্ব ফুটে ওঠে।
3/7
তারকারা কী পরবেন, কী পরবেন না এই নিয় সমাজের ফ্যাশনগুরুদের বহু মতামত আছে। তারকারা কোথাও কোনও অনুষ্ঠানে যদি এক পোশাক পরে যান, সে নিয়েও প্রচুর চর্চা হয়। কোথাও কারও পোশাকে একটু যদি বেমানান কিছু থাকে, তা নিয়েও চলে বিশাল সমালোচনা।
4/7
ফ্যাশন দুনিয়ায়ে এই মুহূর্তে কী চলছে, আর কী চলছে না সেই বিষয়কে কখনওই তেমন গুরুত্ব দেন না অদিতি।
5/7
মেকআপের বিষয়ে অদিতির মত, তিনি মেকআপহীন লুকেই বেশি স্বচ্ছন্দ। তিনি সামান্য মেকআপ করেন।
6/7
তিনি জানালেন তাঁর কাছে কসমেটিক্সের কোয়ালিটি অনেক বেশি গুরুত্বপূর্ণ দামের তুলনায়। বাজার চলতি বহু মেকআপ ব্র্যান্ডই তাই পছন্দ নয় অদিতি-র।