এক্সপ্লোর
সজল চোখে অটলবিহারী বাজপেয়ীর স্মৃতিচারণ প্রধানমন্ত্রী মোদির

1/8

মোদি আরও লিখেছেন, ‘কখনও ভাবতেই পারিনি যে অটলজীকে নিয়ে এমন লেখার জন্য কলম হাতে নিতে হবে। দেশ ও বিশ্বে অটলজী একজন স্টেটসম্যান, সুবক্তা, সংবেদনশীল কবি, অনুভবি লেখক, ক্ষুরধার সাংবাদিক ও দূরদৃষ্টিসম্পন্ন জননেতা হিসেবে পরিচিত। কিন্তু আমার কাছে তাঁর স্থান এসবের অনেক ওপরে’। ফটো- ট্যুইটার
2/8

তাঁর ব্লগে স্মৃতিমেদুর মোদি লিখেছেন, ‘অটলজী এখন আর নেই। মন মানছে না। অটলজী আমার চোখের সামনে রয়েছেন, স্থির। যিনি আমার পিঠ চাপড়াতেন, যিনি সস্নেহে হেসে আমার কোলে জড়িয়ে ধরতেন, তিনি অচল রয়েছেন। অটলজীর এই স্থিরতা আমাকে বিহ্বল করে তুলছে, অস্থির করে তুলছে। চোখে জ্বালা করছে, কিছু বলার রয়েছে। অনেক কিছু বলার মতো রয়েছে, কিন্তু বলতে পারছি না। আমি নিজেকেই বারবার বিশ্বাস করানোর চেষ্টা করছি, অটলজী আর নেই। কিন্তু এ কথা মনে করার পর নিজেই সেই বিশ্বাস থেকে সরে আসছি। সত্যিই কি অটলজী নেই? না, আমি তাঁর আওয়াজ আমার অন্তরে গুঞ্জন তুলতে অনুভব করছি। কীভাবে বলব, কীভাবে মেনে নেব যে, তিনি আর নেই!’ ফটো- ট্যুইটার
3/8

মোদী লিখেছেন, ‘এখন অটলজীর স্বপ্ন পূরণ করতে হবে। তাঁর স্বপ্নের ভারত গড়ে তুলতে হবে। এই সংকল্প পূরণের মাধ্যেমেই দেশবাসীর পক্ষ থেকে অটলজীকে শ্রদ্ধা নিবেদন করছি। তাঁকে প্রণাম করছি’। ফটো- ট্যুইটার
4/8

প্রধানমন্ত্রী আরও লিখেছেন, আজ ভারত প্রযুক্তির যে শীর্ষে পৌঁছেছে তার ভিত্তি অটলজীই তৈরি করেছিলেন। অটলজী ছিলেন দূরদর্শী। তিনি ছিলেন স্বপ্নদ্রষ্টা ও কর্মবীর। ফটো- ট্যুইটার
5/8

মোদী বলেছেন, স্বাধীনতার পর গণতন্ত্র রক্ষা এবং একাদশ শতাব্দীর শক্তিশালী ও সুরক্ষিত ভারতের জন্য অটলজী যা করেছেন, তা অভূতপূর্ব। ফটো- ট্যুইটার
6/8

মোদী লিখেছেন, অটলজীর কাছ থেকেই সমস্ত পরিস্থিতিতে অবিচল থাকার শিক্ষা তিনি অটলজীর কাছ থেকেই পেয়েছিলেন। ফটো- ট্যুইটার
7/8

মোদি বাজপেয়ীর সঙ্গে তাঁর প্রথম সাক্ষাতের স্মৃতিচারণ করেছেন। তিনি বলেছেন, ‘তাঁর সঙ্গে প্রথম সাক্ষাত্ যেন মনে হচ্ছে গতকালের কথা। এত বড় নেতা, এত বড় বিদ্বান। মনে হচ্ছিল কাঁচের ওপার থেকে বেরিয়ে কেউ সামনে এসেছিলেন। যাঁর এত নাম শুনেছি, যাঁর কথা এত পড়েছি, যাঁর সঙ্গে দেখা না হলেও এত কিছু শিখেছি, তিনি আমার সামনে ছিলেন। যখন প্রথমবার তাঁর মুখ থেকে আমার নাম শুনতে পেয়েছিলাম, ব্যস এটাই যথেষ্ট। তাঁর মুখে আমার নাম বলার সেই আওয়াজ দীর্ঘদিন আমার কানে সমধুর গুঞ্জন তুলেছিল। আমি কীভাবে মেনে নেব, ওই আওয়াজ চলে গিয়েছে’। ফটো- ট্যুইটার
8/8

সাশ্রু নয়নে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে চিরবিদায় জানাচ্ছে সারা দেশ। এই প্রবীণ নেতার প্রয়াণে শোকস্তব্ধ তাঁর অগনিত অনুরাগী। শোকবিহ্বল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি বলেছেন, অটলজী ছিলেন তাঁর কাছে পিতৃপ্রতিম ব্যক্তিত্ব। এক ব্লগের মাধ্যমে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা নিবেদন করেছেন মোদি। বাজপেয়ীর সঙ্গে তাঁর কয়েকটি ছবিও ট্যুইটারে শেয়ার করেছেন প্রধানমন্ত্রী। ফটো- ট্যুইটার
Published at : 17 Aug 2018 04:50 PM (IST)
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement
