গত মাসেই ভারতে অ্যাপেল তাঁদের ঘড়ির দাম অনেক কমিয়ে দেয়। এইমুহূর্তে অ্যাপেল-এর স্পোর্টস ঘড়ির দাম ২৫ হাজার ৯০০ থেকে শুরু।
3/8
গত মাসেই ভারতে অ্যাপেল তাঁদের ঘড়ির দাম অনেক কমিয়ে দেয়। এইমুহূর্তে অ্যাপেল-এর স্পোর্টস ঘড়ির দাম ২৫ হাজার ৯০০ থেকে শুরু।
4/8
ভারত ছাড়া আজকে যে সমস্ত দেশে অ্যাপেল আইফোন SE ও আইপ্যাড প্রো নাইন পয়েন্ট সেভেন এল এরমধ্যে রয়েছে অ্যালবানিয়া, অ্যান্ডোরা, অস্ট্রিয়া, বেহেরিন, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, কয়েত, ম্যাসিডোনিয়া, সোদি আরব, সুইত্জারল্যান্ড, মলদ্বীপ, তাইওয়ান, তুরস্ক।
5/8
ওয়াই-ফাই প্লাস সেলুলার মডেলের ৩২ জিবির দাম ৬১ হাজার ৯০০ টাকা, ১২৮ জিবির দাম ৭৩ হাজার ৯০০ ও ২৫৬ জিবির মডেলের দাম ৮৫ হাজার ৯০০ টাকা
6/8
৯.৭ ইঞ্চির আইপ্যাড প্রো পাওয়া যাবে ৩২ জিবি, ১২৮ জিবি ও ২৫৬ জিবিতে। তবে আইপ্যাড-এর দুটি মডেলই পাওয়া যাবে ওয়াই-ফাই ওনলি ও ওয়াই-ফাই প্লাস সেলুলার মডেলে। ওয়াই-ফাই ওনলি মডেলের ৩২ জিবির আইপ্যাডের দাম ৪৯ হাজার ৯০০ টাকা, ১২৮ জিবির মডেলের দাম ৬১ হাজার ৯০০ টাকা এবং ২৫৬ জিবির আইপ্যাডের দাম ৭৩ হাজার ৯০০ টাকা।
7/8
আইফোন SE পাওয়া যাবে ৩২ জিবি ও ৬৪ জিবিতে। এরমধ্যে ৩২ জিবির দাম ৩৯ হাজার টাকা ও ৬৪ জিবির দাম ৪৯ হাজার টাকা।
8/8
ভারতের বাজারে আজ থেকেই আনুষ্ঠানিকভাবে মিলবে আইফোন SE ও আইপ্যাড প্রো নাইন পয়েন্ট সেভেন।