এক্সপ্লোর
এই যুবক অনলাইনে নিলামে তুললেন নিজের বান্ধবীকে!
1/5

ওই পোস্ট সারা বিশ্বে ভাইরাল হয়ে যাওয়ায় ২৪ ঘণ্টা পর তা সাইট থেকে সরিয়ে দেওয়া হয়। কেলির জন্য সব থেকে বেশি দাম ওঠে ভারতীয় মুদ্রায় ৮৮ লাখ টাকা! পরে অবশ্য ডেল কেলির কাছে স্বীকার করেন, মজা করতে গিয়েই এই কাণ্ড ঘটিয়েছেন তিনি, কেলিকে বড্ড ভালবাসেন, তাঁকে হারাতে চান না।
2/5

ডেলের কোনও ব্যাপারে কেলির ওপর রাগ হয়েছিল। বদলা নিতে এই কাণ্ড করেন তিনি। অনলাইনে তাঁকে নিলামে তোলার সময় ডেল কেলির ব্যাপারে নানা কথা লেখেন। যেমন ওঁর নাক দিয়ে সর্বদা জল পড়ে, নাক ডাকেও খুব। এক রাতে ডিনারে যাওয়ার আগে ডেল কেলিকে এই পোস্টের ব্যাপারে বলেন। তখন তো কেলি খুব হেসেছিলেন। কিন্তু তাঁর দাম ওঠা শুরু হওয়ার পর রেগে আগুন হয়ে যান তিনি। অস্ট্রেলিয়া, ইউরোপ ও আমেরিকা থেকে তাঁর জন্য ডাক আসতে থাকে।
Published at : 13 Oct 2018 08:12 AM (IST)
View More






















