দ্য গ্রেট গ্যাটসবি: হলিউডে এই ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ। অমিতাভ ছাড়াও ছবিতে ছিলেন লিওনার্দো ডি ক্যাপ্রিও ও টোবি ম্যাগুয়ে।
2/8
কান্দাহার: মালায়ালম ছবি ‘কান্দাহার’-এ মেজর সৈনিকের চরিত্রে দেখা যায় অমিতাভকে। ১৯৯৯ সালে এয়ারলাইন্স ফ্লাইট ৮১৪ হাইজ্যাক করার ঘটনার ওপর ভিত্তি করে এই ছবি তৈরী হয়।
3/8
এক ক্রান্তিবীর: বাসুদেব বলবন্ত ফাড়কে(২০০৭): ২০০৭ সালে এই মারাঠি ছবিতে অভিনয় করেন অমিতাভ। জাতীয় পুরষ্কার পায় এই ছবিটি।
4/8
গঙ্গা(২০০৬): ভোজপুরি ছবি ‘গঙ্গা’-তে অভিনয় করেছিলেন অমিতাভ। তার বিপরীতে দেখা গিয়েছিল হেমা মালিনীকে। এছাড়াও ছবিতে ছিলেন নাগমা।
5/8
অনুসন্ধান(১৯৮১): ১৯৮১ বাংলা ছবিতে দেখা গিয়েছে অমিতাভকে, ছবির নাম ‘অনুসন্ধান’। নায়কের চরিত্রেই অভিনয় করেছিলেন তিনি। বিপরীতে নায়িকা ছিলেন রাখী গুলজার। অমিতাভের চরিত্রের নাম হয়েছিল অভিজিৎ।
6/8
তবে তাঁর কেরিয়ার থেমে থাকেনি বলিউডের গন্ডিতেই। হলিউড, টলিউড থেকে শুরু করে অমিতাভ অভিনয় করেছেন কন্নড়, মারাঠি, তেলেগু ভাষাতেও। আজ তাঁর জন্মদিনে জেনে নেব বলিউড ছাড়া আর কোন কোন ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন শাহেনশা।
7/8
আজ বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনের জন্মদিন। ৭৭ বছরে পা দিলেন ‘শোলে’, ‘জঞ্জির’ ‘অগ্নিপথ’- এর নায়ক। ৪০ বছরের অভিনয় জীবনে বিভিন্ন সময়ে বিভিন্ন চরিত্রে মানুষকে মুগ্ধ করে রেখেছেন তিনি। কখনও তিনি ‘শাহেনশা’, কখনও ‘ভূতনাথ’, আবার কখনও ‘ডন’ দর্শক মুগ্ধ হয়ে থেকেছে তাঁর অভিনয়ে, গলার স্বরে, স্টাইলে।
8/8
চিরকাল নিজেকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন অমিতাভ। সব রকম চরিত্রে, মেকাপে, ব্যক্তিত্যে তিনি সমান সাবলীল। আর তাই ৪০ বছর পরেও মানুষ এখনও অনুরাগীরা মজে তাঁর অভিনয়ে। বলিউডের শাহেনশাহ-এর কুর্সি এখনও স্বমহিমায় তাঁরই দখলে।