ইনস্টাগ্রামে নিজেদের ছবি পোস্ট করে চলেছেন দু’জনে। এর আগে সানার সম্পর্ক ছিল তাঁর ‘নাচ বলিয়ে’ পার্টনার দীপেশ শর্মার সঙ্গে। (ছবি: ইনস্টাগ্রাম/জাহির)
2/7
১০ বছর বয়সে কুছ কুছ হোতা হ্যায়-এ কাজ করেন সানা। এখন তিনি ২৮। (ছবি: ইনস্টাগ্রাম/সানা সঈদ)
3/7
গত বছর জুনে এক পরিচিত বন্ধুর পার্টিতে সানা ও জাহিরের আলাপ। শোনা যাচ্ছে, সানা বিগ বস ১০-এ যোগ দিতে পারেন। তাহলে দেখতে হবে, সলমনের সঙ্গে কী ধরনের কথাবার্তা হয় তাঁর। (ছবি: ইনস্টাগ্রাম/জাহির)
4/7
জাহির সলমন খানের অত্যন্ত ঘনিষ্ঠ। তিনি নাকি জাহিরকে কথা দিয়েছেন, সিনেমায় বড় ব্রেক দেবেন। (ছবি: ইনস্টাগ্রাম/জাহির)
5/7
ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন জাহির। সঙ্গে হ্যাশট্যাগ আই লাভ ইউ।
6/7
আগে অভিনেত্রী দীক্ষা শেঠের সঙ্গে প্রেম করেছেন জাহির। রণবীর কপূরের আত্মীয় আরমান জৈনের বিপরীতে ‘লেকর হাম দিওয়ানা দিল’ ছবিতে কাজ করেছেন তিনি। দক্ষিণ ভারতীয় ছবিতে পরিচিত মুখ দীক্ষার সঙ্গে গত বছর মে মাসে জাহিরের ছাড়াছাড়ি হয়ে যায়। (ছবি: ইনস্টাগ্রাম/জাহির)
7/7
‘কুছ কুছ হোতা হ্যায়’-এ শাহরুখ-রানির মেয়ে অঞ্জলির ভূমিকায় অভিনয় করা সানা সঈদ নাকি প্রেম করছেন। সলমন খানের বন্ধু ইকবাল রাতান্সির ছেলে জাহিরের সঙ্গে দেখা যাচ্ছে তাঁকে। (ছবি: ইনস্টাগ্রাম/সানা সঈদ)