২০১২-য় কর্ণ জোহরের স্টুডেন্ট অফ দ্য ইয়ার সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল আলিয়া ভট্টর। তিনি লিখেছেন, যেখানে শুরু করেছিলাম, সেখানেই ফিরে এলাম। উল্লেখ্য, তখত ২০২০-তে মুক্তি পাবে। (সমস্ত ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম)
2/6
রণবীর সিংহও এই সিনেমায় কাজ করার সুযোগ পেয়ে নিজের খুশির কথা জানিয়েছেন।
3/6
এই সিনেমায় সুযোগ পেয়ে আপ্লুত জাহ্নবি বলেছেন, এ ধরনের সিনেমা সুযোগ পেয়ে নিজেকে ধন্য ও ভাগ্যবতী বলে মনে করছি।
4/6
কর্ণ এদিন ট্যুইট করে জানিয়েছেন, তখত-এ রণবীর সিংহ, করিনা কপূর খান, আলিয়া ভট্ট, ভূমি পডেনকর , ভিকি কৌশল ও অনিল কপূরের মতো তারকা থাকায় আমি উত্সাহিত।
5/6
পরিচালক কর্ণ জোহরের ঐতিহাসিক কাহিনীর ভিত্তিক আগামী সিনেমা ‘তখত’-এ সুযোগ পেলেন শ্রীদেবী-কন্যা জাহ্নবি। সিনেমায় রণবীর সিংহ, করিনা কপূর খান, আলিয়া ভট্ট ও অনিল কপূরের মতো তারকাদের সঙ্গে দেখা যাবে জাহ্নবিকে। ভূমি পডেনকর ও ভিকি কৌশলও থাকছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়।
6/6
জাহ্নবি কপূরের সামনে বড় সুযোগ। অভিষেক সিনেমা ‘ধড়ক’-এর সাফল্যের পর একটি এবার বড় তারকাদের সঙ্গে সিনেমার কাজ হাতে এল তাঁর।