এক্সপ্লোর
১০০ বছরে কপিলের মতো ক্রিকেটার একবারই পাওয়া যায়, তাঁর সঙ্গে হার্দিকের তুলনা ঠিক নয়: গাওস্কর
1/4

কেউ কেউ কপিলের সঙ্গে হার্দিকের তুলনা করে থাকেন। এই প্রবণতার সঙ্গে যে তিনি আদপেই একমত নন, তা সাফ বুঝিয়ে দিয়েছেন কিংবদন্তী ব্যাটসম্যান। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক গাওস্কর এক প্রশ্নের জবাবে বলেছেন, কপিলের সঙ্গে কারুর তুলনা করা যায় না। শুধু কোনও একটি প্রজন্মেরই নয়, ১০০ বছরে তাঁর মতো খেলোয়াড় একজনই হয়। যেমন, ডন ব্র্যাডম্যান, সচিন তেন্ডুলকর।
2/4

কপিল দেবের সঙ্গে অলরাউন্ডার হার্দিক পান্ড্যর কোনওরকম তুলনা খারিজ করে দিলেন সুনীল গাওস্কর। টেস্ট ক্রিকেটে প্রথম ১০ হাজার রানের মালিক বলেছেন, কপিলের মতো কিংবদন্তী অলরাউন্ডার ১০০ বছরে একটা পাওয়া যায়। অন্য কারুর সঙ্গে তাঁর তুলনা টানা যায় না।
Published at : 06 Aug 2018 09:34 PM (IST)
View More
POWERED BY
সেরা শিরোনাম
ক্রিকেট
লাইফস্টাইল-এর
ক্রিকেট
খেলার






















