কেউ কেউ কপিলের সঙ্গে হার্দিকের তুলনা করে থাকেন। এই প্রবণতার সঙ্গে যে তিনি আদপেই একমত নন, তা সাফ বুঝিয়ে দিয়েছেন কিংবদন্তী ব্যাটসম্যান। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক গাওস্কর এক প্রশ্নের জবাবে বলেছেন, কপিলের সঙ্গে কারুর তুলনা করা যায় না। শুধু কোনও একটি প্রজন্মেরই নয়, ১০০ বছরে তাঁর মতো খেলোয়াড় একজনই হয়। যেমন, ডন ব্র্যাডম্যান, সচিন তেন্ডুলকর।
2/4
কপিল দেবের সঙ্গে অলরাউন্ডার হার্দিক পান্ড্যর কোনওরকম তুলনা খারিজ করে দিলেন সুনীল গাওস্কর। টেস্ট ক্রিকেটে প্রথম ১০ হাজার রানের মালিক বলেছেন, কপিলের মতো কিংবদন্তী অলরাউন্ডার ১০০ বছরে একটা পাওয়া যায়। অন্য কারুর সঙ্গে তাঁর তুলনা টানা যায় না।
3/4
টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের ওপেনার শিখর ধবনের মনোভাব নিয়েও অসন্তোষ গোপন রাখেননি গাওস্কর। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দুটি ইনিংসে ধবনের রান যথাক্রমে ২৬ ও ১৩ রান করেন। গাওস্কর বলেছেন, ধবন ওর খেলাটা বদলাতে চায় না। যেভাবে খেলে ও সাফল্য পেয়েছে, সেটাই চালিয়ে যেতে চায়। কিন্তু এ ধরনের শটে একদিনের ক্রিকেটে রান পাওয়া যায়। কারণ, সেখানে স্লিপে খুব বেশি ফিল্ডার থাকে না। ব্যাটের কানায় লেগেও বল বাউন্ডারিতে চলে যেতে পারে। কিন্তু টেস্টে এ ধরনের শটে উইকেট খোয়াতে হয়। মানসিক দিক থেকে খাপ খাইয়ে নিতে না পারলে বিদেশের মাঠে লাল বলের ক্রিকেটে সমস্যায় পড়তে হবে।
4/4
ভারত বার্মিংহাম টেস্টে হেরে ইতিমধ্যেই পাঁচ টেস্টের সিরিজ ১-০ পিছিয়ে পড়েছে। লর্ডসে দ্বিতীয় টেস্টে একজন অতিরিক্ত ব্যাটসম্যান খেলানোর পক্ষে সওয়াল করেছেন গাওস্কর। তিনি বলেছেন, লর্ডসে অতিরিক্ত ব্যাটসম্যান হিসেবে চেতেশ্বর পূজারাকে খেলালে ভালো হত। টেস্ট ম্যাচে খেলার মতো টেকনিক ও ধৈর্য্য ওর রয়েছে। তবে কার জায়গায় তাঁকে খেলানো উচিত, তা পিচ দেখে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। পিচে ঘাস না থাকলে উমেশ বা হার্দিকের জায়গায় পূজারাকে নেওয়া যেতে পারে।