প্রেগনেন্সির পরেও করিনা অবশ্য একইভাবে ছবির কাজ চালিয়ে যাচ্ছেন।
2/5
বিয়ের পর বেশিরভাগ নায়িকা কেরিয়ারে আর গুরুত্ব দেন না। এতেও অখুশি করিনা।
3/5
দেখা যাচ্ছে, দীপিকার মন্তব্যকে একটু বেশি পার্সোনালি নিয়েছেন করিনা। বেবোর প্রশ্ন, দীপিকাকে তো কেউ তাঁর প্রেগনেন্সি নিয়ে কিছু জিজ্ঞাসা করেনি, তিনি আগ বাড়িয়ে কথা বলতে গেলেন কেন।
4/5
কথায় পরিষ্কার, কেরিয়ারে মন দিতে চান তিনি। কিন্তু দীপিকার এই মন্তব্যে অসন্তুষ্ট মা হতে চলা করিনা কপূর। করিনার বিশ্বাস, দীপিকার এই কথায় তাঁকে খোঁচা দেওয়ার চেষ্টা রয়েছে।
5/5
সম্প্রতি দীপিকা পাড়ুকোন মন্তব্য করেছেন, তিনি বিয়ে করছেন না, প্রেগনেন্টও নন