ঘুমের ঘোরে বহুরূপী। ছোট্ট চোই ঘুমোলেই মা লোরা লুজমিকাওয়া ওকে সাজাতে ব্যস্ত হয়ে পড়েন। কখনও পপস্টার, কখনও অলিম্পিয়ান, কখনও আবার আইফোন নিয়ে ব্যস্ত। বিভিন্ন বেশভূষায় তাকে সাজিয়ে তোলেন তার মা। ছবি তোলাও আরেকটি শখ লোরার। তাই সন্তানের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন তিনি। ইতিমধ্যেই তা ভাইরাল। আর বিখ্যাত হয়ে উঠেছে ছোট্ট চোই-ও। ছবিতে দেখুন বিভিন্ন রূপে ছোট্ট চোইকে...