এক্সপ্লোর
ছবিতে দেখুন: রুপোলি পর্দা ছেড়ে রাজনীতির আঙিনায় পা রেখেছেন কোন কোন তারকা
1/8

প্রকাশ রাজ- বেঙ্গালুরুর কেন্দ্র থেকে নির্দল হিসেবে লড়ছেন প্রকাশ রাজ। তিনি চিরকালই বিজেপি বিরোধী বলে পরিচিত।
2/8

রাজ বব্বর- উত্তর প্রদেশের মোরাদাবাদ থেকে কংগ্রেসের প্রার্থী হয়েছেন রাজ বব্বর। গত মাসেই দলে যোগ দিয়েছেন তিনি।
3/8

ঊর্মিলা মাতণ্ডকর- সদ্য কংগ্রেসে যোগ দিয়েছেন ঊর্মিলা মাতণ্ডকর। উত্তর মুম্বই থেকে কংগ্রেস প্রার্থী হয়েছেন তিনি। দলে যোগ দিয়ে তার মন্তব্য, তিনি এখানে থাকতে এসেছেন।
4/8

শত্রুঘ্ন সিনহা- রুপোলি পর্দা থেকে বলিউডে এসেছেন বর্ষীয়ান এই অভিনেতা। পাটনা সাহেব লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়বেন শত্রুঘ্ন সিনহা।
5/8

জয়া প্রদা- রামপুর লোকসভা কেন্দ্র থেকে লড়বেন বিজেপি সাংসদ জয়া প্রদা। গত ২০০৪ ও ২০০৯ সালে এই কেন্দ্র থেকেই জয়লাভ করেছিলেন বর্ষীয়ান এই অভিনেত্রী।
6/8

স্মৃতি ইরানি- বর্তমানে কেন্দ্রের বস্ত্র মন্ত্রকের দায়িত্ব সামলাচ্ছেন স্মৃতি জুবান ইরানি। অমেঠি কেন্দ্র থেকে এবার ভোটে লড়বেন বিজেপির এই সাংসদ।
7/8

হেমা মালিনী- বলিউডের ‘ড্রিম গার্ল’ হেমা মালিনী উত্তর প্রদেশের মথুরা থেকে বিজেপির প্রার্থী হয়েছেন। গতবারও এই কেন্দ্র থেকেই ভোটে লড়ে জিতেছিলেন তিনি।
8/8

দরজায় কড়া নাড়ছে লোকসভা ভোট, চলছে প্রচার, প্রস্তুতি। প্রত্যেক বছরের মতো বিজেপি ও কংগ্রেসের প্রার্থী তালিকায় এবারেও রয়েছে রুপোলি চমক। দুই দলেরই প্রার্থী তালিকায় রয়েছেন বলিউড তারকাদের ঝলমলে উপস্থিতি। ছবিতে জেনে নিন তারা কারা।
Published at : 10 Apr 2019 08:09 PM (IST)
View More























