পরিস্থিতি দেখে নিরাপত্তা রক্ষীদের চোখ কপালে উঠে যায়। অমৃতা যেখানে বসেছিলেন, ঠিক তার নীচেই সমুদ্র। একটু এদিক ওদিক হলে তাঁর প্রাণ বিপন্ন হতে পারত।
2/6
অমৃতার দেহরক্ষীরা ও ডিসিপি রশ্মি করন্দিকর তাঁকে এতটা বিপজ্জনকভাবে সেলফি তুলতে বারণ করেন। কিন্তু কান দেননি তিনি।
3/6
ছিলেন সস্ত্রীক মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ ও কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ি।
4/6
জাহাজে করে সমুদ্র দিয়ে যাওয়ার মুখ্যমন্ত্রী ও গড়কড়ি চারপাশের দৃশ্য দেখছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রীর স্ত্রী অমৃতা ফড়ণবীশের মাথায় সেলফি তোলার খেয়াল চাপে।
5/6
গতকাল মুম্বই থেকে গোয়ার মধ্যে চালু হল জাহাজ চলাচল। তখনই এক নাটকীয় দৃশ্যের সাক্ষী হলেন সকলে।
6/6
জাহাজের একেবারে কিনারে চলে যান তিনি। সেখানে বসে নেন সেলফি।