১৯৬৬ সালে প্রথম এই খেতাব জিতেছিলেন রিতা ফরিয়া। তারপর ১৯৯৪ সালে এই খেতাব জয় করেন ঐশ্বর্য রাই বচ্চন, তারপর ১৯৯৭ সালে ডায়না হেডেন। ১৯৯৯ সালে এই শিরোপা পান যুক্তমুখী। তারপর ২০০০ সালে শেষবারের মতো খেতাব জয় করেন প্রিয়ঙ্কা চোপড়া
4/9
বংশগতভাবেই সুন্দর দাগহীন ত্বক পেয়েছেন মানুষী। কঠোর নিয়ম মেনে সেটা বজায় রাখছেন ভারত থেকে ষষ্ঠবারের জন্যে মিস ওয়ার্লড খেতাবজয়ী এই সুন্দরী
5/9
কারখানিস হলেন ডক্টর তাভাচা ক্লিনিকের প্রতিষ্ঠাতা। এই প্রতিযোগিতায় মানুষীর সঙ্গে চূড়ান্ত পর্যায় পর্যন্ত ছিলেন কারখানিস। তিনি জানাচ্ছেন মানুষী তাঁর খাবার খুব ভাবনাচিন্তা করে বাছেন।
6/9
মানুষী নিজের ত্বক ও শরীরের যত্ন নিতে কঠোর নিয়ম মেনে চলেন বলে জানাচ্ছেন বিশ্বসুন্দরীর বিশেষজ্ঞ। তবে তিনি মূলত তাঁর মায়ের থেকেই পুরো সৌন্দর্যটা পেয়েছেন বলে দাবি ওই বিশেষজ্ঞের
7/9
অমিত কারখানিস জানাচ্ছেন মানুষী একজন অত্যন্ত পরিশ্রমী মেয়ে। যেহেতু তিনি ডাক্তারির ছাত্রী, তাই নিজের শরীরকে তিনি সবচেয়ে ভালভাবে জানেন এবং বোঝেন।