এটিএম-এর দুনিয়ায় এই বিপ্লব এফআইএএস নামে একটি তথ্যপ্রযুক্তি সংস্থা করেছে। অধিকাংশ মার্কিন ব্যাঙ্কে এই সংস্থাই সফটওয়্যার প্রদান করে থাকে।
2/6
এই প্রযুক্তির ফলে, মাত্র ১০ সেকেন্ডেই আপনি টাকা তুলতে পারবেন।
3/6
যখন আপনার টাকা তোলার প্রয়োজন হবে, তখন ওই অ্যাপের মাধ্যমে একটি কোড জারি হবে। ওই কোড তারপর ওই বিশেষ এটিএম-এ গিয়ে ব্যবহার করতে হবে। ব্যস, সঙ্গে সঙ্গে আপনার হাতে চলে আসবে নগদ।
4/6
তাহলে কী ভাবে টাকা তোলা যাবে? জানা গিয়েছে, এই নতুন ধরনের এটিএম থেকে টাকা তোলার আগে, আপনার মোবাইল ফোনে একটি বিশেষ অ্যাপ (অ্যাপলিকেশন) ডাউনলোড করতে হবে।
5/6
বিশ্বাস হচ্ছে না তো! না হওয়ারই কথা। কিন্তু, ঘটনা একেবারে বাস্তব। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে এই প্রযুক্তিই ব্যবহার করা হচ্ছে। জানা গিয়েছে, সেখানে মানুষ এখন এক নতুন ধরনের এটিএম ব্যবহার করছেন। গোটা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ২ হাজার এধরনের এটিএম বসানো হয়েছে। সেখানে টাকা তোলার জন্য কোনও কার্ডের প্রয়োজন নেই।
6/6
আজকাল বিজ্ঞান ও প্রযুক্তি খুব তাড়াতাড়ি সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দ্রুত পাল্টে যাচ্ছে। খবরে প্রকাশ, খুব শীঘ্রই এমন দিন আসছে, যখন টাকা তোলার জন্য আপনার এটিএম কার্ডের কোনও প্রয়োজন হবে না। খুব সহজেই মোবাইল ফোনের সাহায্যে নগদ বের করতে পারবেন আপনি।