প্রেমিকা আচমকা জোর জবরদস্তিতে বোন হয়ে গেলে কারই বা ভাল লাগে! তাই ভ্যালেন্টাইনস ডে আচমকা এভাবে সিস্টার্স ডে হয়ে যাওয়ায় ছাত্রছাত্রীরা খুশি নন মোটেই। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনড়।
3/8
তাঁর দুঃখ, ছেলেমেয়েরা নিজস্ব সংস্কৃতি ভুলে পশ্চিমী সংস্কৃতিতে বেশি আগ্রহ দেখাচ্ছে। সিস্টার্স ডে পালনের জন্য বিশ্ববিদ্যালয়ের নাম ছাপা স্কার্ফ, শাল ও গাউন ছেলেমেয়েদের মধ্যে বিতরণ করা হবে।
4/8
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভাইস চ্যান্সেলর লিখেছেন, তাঁদের সংস্কৃতিতে মহিলারা বেশি ক্ষমতাশালী, মা, বোন, কন্যা ও পত্নী রূপে সম্মান পান বেশি।
5/8
তাদের ধারণা, এর ফলে দেশে পশ্চিমী প্রভাব কমবে। ছেলেপুলেরা ইসলামীয় সংস্কৃতির প্রতি আকৃষ্ট হবে বেশি।
6/8
এ দেশ দূরে নয়, বরং ঘরের পাশেই পাকিস্তান। এখানকার ফৈজাবাদের এগ্রিকালচার ইউনিভার্সিটি সিদ্ধান্ত নিয়েছে, ভ্যালেন্টাইনস ডে তারা পালন করবে সিস্টার্স ডে হিসেবে।
7/8
এই দেশ বিশ্বাস করে, ভ্যালেন্টাইনস ডে বিদেশি সংস্কৃতির অংশ, তাই তা পালন করা এক্কেবারে মানা।
8/8
ভ্যালেন্টাইনস ডে ওরফে প্রেম দিবস নিয়ে ভারত সহ গোটা বিশ্বে হইচইয়ের অন্ত নেই। কিন্তু এমন দেশও আছে জানেন, যেখানে ভ্যালেন্টাইনস ডে-কে পালন করা হয় ভগিনী দিবস হিসেবে অর্থাৎ কিনা সিস্টার্স ডে।