এক্সপ্লোর
ভারতীয় নৌসেনায় অন্তর্ভুক্ত হল ডেস্ট্রয়ার শ্রেণির ‘আইএনএস চেন্নাই’ রণতরী
1/5

পাশাপাশি, জাহাজে রয়েছে জাহাজ ও সাবমেরিন বিধ্বংসী টর্পিডো। এতে রয়েছে সর্বাধুনিক রেডার এবং উচ্চক্ষমতাসম্পন্ন অ্যান্টি শিপ এবং অ্যান্টি এয়ারক্র্যাফট গান। জানা গিয়েছে, জাহাজটি পরমাণু, জৈব এবং রাসায়নিক যুদ্ধেও সমান পারদর্শী।
2/5

দৈর্ঘ্যে ১৬৪ মিটার, ওজন সাড়ে ৭ হাজার টন। ‘আইএনএস চেন্নাই’ বর্তমানে দেশের অন্যতম বৃহত্তম ডেস্ট্রয়ার। জাহাজে রয়েছে অত্যাধুনিক সুপারসনিক ব্রহ্মোস ক্রুজ ক্ষেপণাস্ত্র, বারাক-৮ দূরপাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র।
Published at : 21 Nov 2016 09:31 PM (IST)
View More






















